header banner

Dilip ghosh : বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দিলীপ ঘোষ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : শুক্রবার গোধূলি লগ্নে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন দিলীপ ঘোষ (Dilip ghosh)। ৬১ বছরে কৌমার্য্য ভেঙে বিয়ের সিদ্ধান্ত নিলেন বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই খবরেই সরগরম রাজ্য রাজনীতি। শুক্রবার তাঁর নিউ টাউনের বাড়িতেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন বিধায়ক দিলীপ। দিলীপের পাত্রীর নাম রিঙ্কু মজুমদার (Rinku Majumder)।

{link}

তিনি দীর্ঘ দিনের বিজেপিকর্মী। মহিলা মোর্চার দায়িত্বও সামলেছেন। ওবিসি মোর্চা এবং হ্যান্ডলুম সেলের দায়িত্বেও ছিলেন। প্রাতঃভ্রমণে ৫১ বছর বয়সী রিঙ্কুর সঙ্গে আলাপ হয় ৬১ বছরের দিলীপের। সেই আলাপই শুক্রবার সন্ধ্যায় পরিণতি পেলো বিবাহে। রিঙ্কু মজুমদার বিবাহবিচ্ছিন্না। তাঁর একটি ছেলেও রয়েছে, যার বয়স ২৫ বছর। দিলীপের ঘনিষ্ঠমহলের দাবি, গত লোকসভা ভোটে হেরে যাওয়ার পর রিঙ্কুই প্রথম একসঙ্গে সংসার বাঁধার প্রস্তাব দেন। রাজনীতির কারণেই প্রথমে বিয়েতে রাজি হননি দিলীপ।

{link}

তিন মাস সময় নিয়েছেন তিনি। পরবর্তীতে মায়ের কথায় নাকি বিয়েতে রাজি হন দিলীপ। কানাঘুষো, গত ৩ এপ্রিল ইডেনে আইপিএলে কেকেআরের ম্যাচ দেখতে দেখতে নাকি পাকা কথা হয়। আড়ম্বর পছন্দ নয় দিলীপের তাই ঘরোয়া অনুষ্ঠানেই চারহাত এক হলো। আমন্ত্রিতের সংখ্যাও হাতে গোনা। কাছের মানুষদের উপস্থিতিতেই সিঁদুর পরিয়ে, মালা বদল করে বিয়ে হলো।পরে হবে রেজিস্ট্রি। সকাল থেকে দিলীপ ঘোষের নিউটাউনের বাড়িতে বিজেপি নেতাদের আনাগোনা। কী ছিলো মেনুতে? মেনুতে ছিল - ভাত, ডাল, আলুর চিপস, পাঁচমিশেলি তরকারি, কাতলা মাছের কালিয়া, আইসক্রিম, রসগোল্লা।

{ads}

News Breaking News Dilip ghosh marriage Rinku Majumder BJP সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article