header banner

BJP West Bengal: গেরুয়া শিবিরে ব্যতিক্রমী দিলীপ! খড়্গপুরে তৈরি বিজেপির সংখ্যালঘু কমিটি

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বিজেপি সম্প্রদায়িক দল, মুসলিম বিরোধী দল - দীর্ঘ দিনের প্রচলিত এই কনসেপ্ট ভাঙতে পথে নেমেছেন বিজেপির একাংশ। এবার সেই পথেই হাঁটলেন দিলীপ ঘোষ। দীর্ঘদিন বাদে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরে তৈরি হল সংখ্যালঘুদের কমিটি। সেই সঙ্গে বিজেপিতে যোগ দিলেন একাধিক সংখ্যালঘু মহিলা। ২০২৬-এর নির্বাচনের আগে নতুন করে শক্তি সঞ্চয় বিজেপির। খড়গপুর শহরের এক নম্বর মন্ডলে এই কমিটি গঠন বিজেপির কাছে একটি আলাদা মাত্রা বলেই দাবি প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষের। শনিবার রাতে এক কর্মসূচিতে খড়গপুর শহরের এক নম্বর মন্ডলের সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কিছু মানুষ দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগদান করেন। আর সেখানেই নতুন করে সংখ্যালঘু কমিটি তৈরি হওয়ায় জমি আরও শক্ত হল বিজেপির। 

{link}

  এই যোগদানকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। খড়গপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ জানিয়েছেন, ওই এলাকার ২-৩টি ওয়ার্ডে মুসলিমের সংখ্যা বেশি আছে। তিনি বলেন, “ওই ওয়ার্ডগুলোতে আমরা ভোট পাই না, সেখানে বুথ কমিটিও ছিল না। বিএলএ নেই। সেখানে এবার বুথ কমিটি তৈরি হয়েছে। এসআইআর-এ কাজও হয়েছে। সেখান থেকে বেশ কয়েকজন যোগ দিয়েছেন। মুসলিমরাও বুঝেছে বিজেপিই বিকল্প।” একদিকে মুর্শিদাবাদে হুমায়ুন কবীরের ঘটনা ও অন্যদিকে খড়গপুরে একদল মহিলার বিজেপিতে যোগদান হয়তো মমতার কপালে ভাঁজ ফেলা শুরু করেছে।

{ads}

BJP News BJP West Bengal Politics Dilip Ghosh News Humayun Kabir Bengali News Kharagpur BJP সংবাদ রাজনীতি দিলীপ ঘোষ মুর্শিদাবাদ সংখ্যালঘু সেল

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article