header banner

Dilip Ghosh : মোদীর সভায় ডাক নেই দিলীপ ঘোষের

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আজ, বৃহস্পতিবার ঝটিক সফরে উত্তরবঙ্গে মোদী (Modi)। মোদীর সভায় ডাকই পাননি বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কিন্তু কেন? এই নিয়ে ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে নিজেই জানালেন সবটা। দিলীপ এ দিন বলেছেন, “উত্তরবঙ্গের কর্মসূচি আছে ওখানকার কর্মীরা থাকবে। কলকাতা যখন আসবে আমরা থাকব। যাঁরা পদাধিকারী আছে, তাঁদের প্রোটোকল থাকে,তাঁদের থাকতে হয় প্রধানমন্ত্রীর সঙ্গে।”

{link}

তারপর দিলীপের সংযোজন, “আমি কোনও পদাধিকারী নই। আমি সাধারণ এক কর্মী। এখানে যখন আসবেন তখনই যাব। আমি মাঠে সক্রিয় আছি। সাধারণ কর্মীদের সঙ্গে রয়েছি।”দিলীপ বলেন, আমায় দল যা দায়িত্ব দিয়েছে আমি নিষ্ঠার সঙ্গে পালন করেছি। যে কাজ অসম্পূর্ণ রয়েছে সেটা পরবর্তী যাঁরা আছেন করবেন।” দিলীপের খারাপ লাগে না? বিজেপি নেতা বলেন, “খারাপ কেন লাগতে যাবে? আমি কোনও দিন ভাবিনি রাজ্য সভাপতি হব। সাংসদ হব। পার্টি যতটা বলেছে করেছি।

{link}

আবার পার্টি দায়িত্ব দেয় করব। আর যদি বলে সাধারণ কর্মী হিসাবে কাজ করতে তাও করব। এর জন্য আমার না আছে দুঃখ না আছে আশা-প্রত্যাশা।” তবে দিলীপের এই আমন্ত্রণ না পাওয়া নিয়ে মুখ খোলেননি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “আয়োজক আলিপুরদুয়ার জেলা বিজেপি। তারা বলতে পারবে কাকে ডেকেছেন আর কাকে ডাকেননি।”

{ads}

News Breaking News Modi Dilip Ghosh সংবাদ

Last Updated :