শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আবার বিজেপির অভ্যান্তরে শুরু হয়েছে বিতর্ক। এর আগে শুভেন্দু আধিকারিকে বিশেষ কিছু শব্দবন্ধ ব্যবহার করতে নিষেধ করেছিলেন রাজ্য সভাপতি শমীকে ভট্টাচার্য। এবারও সেই পরিস্থিতি তৈরী হয়েছে। যখন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ‘ব্রাত্য’ করে রেখেছে বঙ্গ বিজেপি। আর তখন দিলীপের ভূয়সী প্রশংসা করলেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বঙ্গ বিজেপির জন্য দিলীপের অবদান, কৃতিত্বের কথা মনে করিয়ে দিয়ে অভিজিৎ স্পষ্ট জানালেন, “দিলীপ ঘোষ সামনে না থাকলে প্রচারে খামতি থাকছে। তাঁর নিজস্ব স্টাইলের জন্য তাঁকে পছন্দ করেন বহু মানুষ। দিলীপ ঘোষের মধ্যে এখনও সেই আগুন আছে।”
{link}
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই কথা কিন্তু অনেকেই পছন্দ করেন নি। পছন্দ করেন নি শমীক ভট্টাচার্য। দিলীপ ঘোষের প্রশংসা করে একের পর এক বিস্ফোরক মন্তব্য নিঃসন্দেহে অস্বস্তিতে ফেলে দিয়েছে বঙ্গ বিজেপিকে। বঙ্গ বিজেপির সফলতম সভাপতি বলা হয়ে থাকে দিলীপকে। তাঁর আমলেই বিজেপির সাফল্যের গ্রাফ তরতরিয়ে উঠেছিল। ১৮ জন সাংসদ বাংলা থেকে পেয়েছিল বিজেপি। প্রাক্তন রাজ্য সভাপতির এই সাফল্যের উদাহরণ তুলে ধরে একটি বেসরকারি টিভি চ্যানেলে সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “এটা তো ভুলে গেলে চলবে না যে তাঁরই (দিলীপ) সভাপতিত্বে আমরা ১৮ জন এমপি পেয়েছিলাম। তাঁকে তো এর কৃতিত্ব দিতেই হবে। তিনিই তো সেই লড়াই চালিয়েছিলেন সভাপতি হিসাবে। কিন্তু সেখান থেকে আমরা অনেকটা পিছিয়ে গিয়েছি।” যদিও তার এই মন্তব্য নিয়ে এখনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি বর্তমান নেতৃত্বের কাছ থেকে।
{ads}