header banner

দিলীপ ঘোষ, নামের গেরোয় শিক্ষকের কাঁধে রাজনীতির ভার!!

article banner

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা: বিজেপির কেন্দ্রের সহ সভাপতি, রাজ্যের অন্যতম পরিচিত রাজনৈতিক ব্যাক্তিত্ব। সংবাদমাধ্যমের ও বাংলার মানুষের কাছে তার পরিচিত দিলীপ ঘোষ নামে। আর একজন শিক্ষক, তবে ইনিও দিলীপ ঘোষ। তবে ফারাকটা অন্য জায়গায় । দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের দিলীপ ঘোষ যার ২০১৪ সালের টেট উত্তীর্ণ তালিকায় নাম রয়েছে। আর সেই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠেছিল তবে কি বিজেপি ছেড়ে এবার শিক্ষকতা করবেন দিলীপ? না, সেই ধারণা আপাদমস্তক ভুলই বটে।

{link}
এই দিলীপ ঘোষ বারুইপুরের কল্যাণপুরের বাসিন্দা। এলাকায় শিক্ষক হিসেবে খুবই পরিচিত। নিয়মিত টিউশান পড়ান তিনি।  সন্ধ্যাবেলা গিয়ে দেখা গেল তিনি টিউশান পড়াচ্ছেন। চারপাশে বসে রয়েছেন একাধিক কচিকাঁচা। তালিকায় যে নাম রয়েছে তা তারই বলে জানান তিনি। তবে এই নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা অবশ্য জানা নেই বলে জানান চাকরি প্রার্থী এই দিলীপ ঘোষ। সত্যি, নাম ও পদবির যে এহেন গেরো হতে পারে, তা কেই বা জানতো!! হ্যাঁ, তবে এইবারে আন্দাজ করা যাচ্ছে বইকি। 
{ads}

news Dilip Ghosh TET West Bengal সংবাদ

Last Updated :