header banner

Samik Bhattacharya : শমীক সভাপতির পর দিলীপ আরও সক্রিয়

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পরেই আবার দিলীপ ঘোষ (Dilip Ghosh) দলের মূল স্রোতে ফিরে এসেছেন। পার্টির ডাকে গিয়েছেন দিল্লিতে (Delhi)। বুধবার বিকেলে শিব প্রকাশের সঙ্গে বৈঠক হয় দিলীপের। বেরিয়ে দিলীপ ঘোষ বলেন, ওঁর অভিজ্ঞতা আছে বাংলা সম্পর্কে। তাই পশ্চিমবঙ্গের আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে।
{link}

তাঁর দাবি, এবার বিধানসভা নির্বাচনে বিজেপির আরও ১০০ আসন লাগবে। সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। হঠাৎ কেন দিল্লি গেলেন দিলীপ? সেখানে গিয়ে কী আলোচনা হল? বুধবার সকাল থেকেই চলছিল জল্পনা। বিকেলে বৈঠক সেরে বেরিয়ে দিলীপ ঘোষ জানালেন, ২০২৬-এর বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে এদিন। দিল্লি কি দিলীপ ঘোষকে নতুন কোনো দায়িত্ব দিচ্ছে?

{link}

দিলীপের বক্তব্য , “দেখি পার্টি কীভাবে চায়। আমি তো বিধানসভায় আগে ক্যান্ডিডেট হয়েছি, লোকসভাতেও হয়েছি। পার্টির প্রয়োজনে যেটা দরকার সেটা করব।” আবার কি কেন্দ্রীয় কমিটিতে জায়গা পাবেন দিলীপ? এই প্রশ্নের উত্তরে প্রাক্তন সাংসদ জানান, এখনও পর্যন্ত কোনও বাড়তি দায়িত্ব দেওয়া হয়নি। তৈরি হবে কেন্দ্রীয় কমিটি, তারপর ঠিক হবে।

{ads}

News Breaking News Samik Bhattacharya Dilip Ghosh BJP সংবাদ

Last Updated :