header banner

Dilip Ghosh : শান্তি ও অগ্রগতির প্রার্থনায় দিলীপ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : কিছুটা চমকে দিয়ে শুক্রবার সন্ধ্যায় স্ত্রীকে সঙ্গে নিয়ে দিলীপ ঘোষ (Dilip Ghosh) উপস্থিত হয়ে গেলেন দিল্লির কালীমন্দিরে। রাজ্যের নতুন সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) আহ্বানে সাড়া গিয়ে ফের সক্রিয় হয়েছেন তিনি। সংগঠনের কাজেই আপাতত দিল্লিতে সস্ত্রীক দিলীপ ঘোষ। একাধিক বৈঠক, আলোচনা, জনসংযোগের কাজ করছেন।

{link}

তারই মাঝে শুক্রবা সন্ধ্যায় দিল্লির সিআর পার্কের কালীবাড়িতে পুজো দিয়ে এলেন তিনি। সঙ্গে স্ত্রী রিঙ্কু মজুমদার। ২০২৬ কে পাখির চোখ করেই যে তাঁর ‘বাংলার পরিবর্তন’ প্রার্থনা, তা বোধহয় বুঝতে বাকি নেই কারও। বুধবারই শীর্ষ নেতৃত্বের তলব পেয়ে দিল্লি উড়ে গিয়েছেন দিলীপ ঘোষ। সেখানে বঙ্গের নতুন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যকেও ডাকা হয়েছে। মনে করা হচ্ছিল, শমীকের নেতৃত্বে কীভাবে বঙ্গ বিজেপি এগোবে, তার রূপরেখা ঠিক করে দিতে পারেন দলের শীর্ষ নেতারা। আর সেক্ষেত্রে শমীক ‘লবি’র অন্যতম নেতা দিলীপ ঘোষের উপস্থিতি গুরুত্বপূর্ণ।

{link}

কারণ, রাজ্য বিজেপির সভাপতি হিসেবে দিলীপ অভিজ্ঞ। এছাড়া সংগঠনকে আরও সক্রিয়, লড়াকু করতে তুলতে তাঁর ভূমিকা বড়সড়। তাই অনুমান ছিল, কারণে দিলীপ, শমীককে একসঙ্গে নিয়ে ছাব্বিশের লড়াই নিয়ে পরামর্শ দিতে চেয়ে দিল্লিতে তলব করেছেন কেন্দ্রীয় নেতা বিএল সন্তোষ। দলের এসব কাজের মাঝেই স্ত্রীকে নিয়ে শুক্রবার দিলীপ ঘোষ গেলেন সিআর পার্কের কালীবাড়িতে পুজো দিতে। সেখানে তাঁকে হলুদ, লাল উত্তরীয় পরিয়ে স্বাগত জানান মন্দিরের সদস্যরা। পুজে দেওয়ার পর বেরিয়ে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির জানালেন, তিনি বাংলার পরিবর্তন, শান্তির জন্য প্রার্থনা করেছেন। এছাড়া নিজের জন্যও তাঁর প্রার্থনা, ‘সব জটিলতা কাটিয়ে নিজেও যেন এগিয়ে যেতে পারি।’ 

{ads}

News Breaking News Dilip Ghosh BJP সংবাদ

Last Updated :