বিজেপিতে যোগদান তৃনমূল নেতা দীনেশ ত্রিবেদীর। পুরোনো জল্পনা উস্কে ঘাসফুল ছেড়ে পদ্মফুলের পথেই পা বাড়ালেন তিনি। কয়েকদিন আগে রাজ্যসভায় দাঁড়িয়ে দল থেকে পদত্যাগ করার পাশাপাশি রাজ্যসভার সংসদ পদ থেকেও পদত্যাগ করেছিলেন তিনি। বলেছিলেন দলে থেকে কাজ করা সম্ভবপর হচ্ছে না, দম বন্ধ হয়ে আসছে, নিজের অন্তরাত্মার ডাকে দল ছাড়ছেন তিনি। সেইখান থেকেই শুরু হয়েছিল জল্পনা, তবে কি দলবদলের পথে রাজনৈতিক মহলে মমতা বন্দোপাধ্যায়ের অন্যতম এই সঙ্গি? আজ সেই সব জল্পনার অবসান ঘটিয়ে বিজেপির শিবিরেই যোগ দিলেন তিনি।
“অপেক্ষায় ছিলাম এই দিনের জন্য। বিজেপি জনতার পরিবার। আর কোন কোন দল নিজের পরিবার নিয়েই থাকে। পরিবারের সেবা করতে গিয়ে জনতার সেবা করতে ভুলে যায়“ বিজেপিতে যোগদানের পর এইভাবেই কার্যত ‘পরিবারতন্ত্র’ নিয়ে নিজের পুরোনো দলকে বিঁধলেন এই বঙ্গের এই বিজেপি নেতৃত্ব। এখন পদ্মের শিবিরে তার আবির্ভাব বঙ্গের রাজনৈতিক শিবিরে আগামী নির্বাচনে কি প্রভাব বিস্তার করে তাই দেখার বিষয়।
{ads}