সামনেই নির্বাচন, একে একে সব দলের প্রার্থী ঘোষণা হচ্ছে। গত বুধবার সন্ধ্যায় ব্রামফ্রন্ট তাদের প্রার্থী ঘোষণা করেছে। প্রার্থী ঘোষণার পরই তড়িঘড়ি করে শুরু হয়ে গেছে প্রচার। ভোটের প্রাক্কাল থেকেই চলছিলো দেওয়াল লিখন। এর কয়েকদিন আগেই তৃণমূল থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছিল। বালিতে তৃণমূল থেকে প্রার্থী হিসাবে রানা চট্টোপাধ্যায় নির্বাচিত হন। তারই বিরোধী দলে প্রার্থী হিসাবে বামফ্রন্ট সরকার গতকাল দীপশিতা ধরকে বেছে নিয়েছেন। প্রার্থী ঘোষণার পরই বৃহস্পতিবার সকালেই তিনি প্রচারে বেরিয়ে পড়েন।
প্রথম দিন প্রচারে বেরিয়ে অনেক মানুষকে পাশে পেয়েছেন তিনি, মানুষের দরকারে যেমন তারা পাশে ছিলেন, ঠিক তেমনই সকার হিসাবেও পরবর্তীকালে তারা পাশে থাকবে বলে জানান দীপশিতা ধর। এর আগেও কমিউনিটি কিচেন থেকে শুরু করে, শ্রমজিবী কিচেনের মাধ্যমে বিপর্যয়ের সময় যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, ঠিক এরপরও তাদের সরকার গঠনের পর একইভাবে মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিতে শোনা যাচ্ছে তাকে। আসন্ন নির্বাচনে তৃণমূল, বিজেপি ও অনান্য দলের থেকে প্রচারে কোনো অংশে পিছিয়ে নেই সিপিআইএম। চলছে হাড্ডা-হাড্ডি লড়াই। সঠিক সময়ে উত্তর দেবে সাধারণ মানুষ, লাল নাকি গেরুয়া নাকি সবুজ?