শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : হরিদ্বার মনসামন্দিরে ভয়াবহ দুর্ঘটনা। প্রবল ভিড়ে নিজেদের সামলাতে না পেরে মন্দিতের সিঁড়িতেই পড়ে যায় অনেকে। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হল কমপক্ষে ৭ জনের। আহত আরও অনেকে। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
{link}
জানা গিয়েছে, রবিবার সকালে উত্তরাখণ্ডের (Uttarakhand) হরিদ্বারে (Haridwar) বিখ্যাত মনসা দেবী মন্দিরে (Mansa Devi Temple) এই বিপত্তি ঘটে। মন্দিরে ওঠার সিড়িতে পুণ্যার্থীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এরপরই ভিড়ের চাপে হুড়মুড়িয়ে পড়ে যান অনেকে। পদপিষ্ট হয়ে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়। আহত আরও কমপক্ষে ৩৫ জন। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
{link}
ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও এসডিআরএফ। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীও উদ্ধারকাজে নজর রাখছেন।গারওয়াল ডিভিশনের কমিশনার বিনয় শঙ্কর পান্ডে বলেন, “মনসা দেবী মন্দিরে পদপিষ্ট হওয়ার খবর মিলেছে। ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে গিয়েই পরিস্থিতি বোঝা যাবে।” জানা গিয়েছে, শ্রাবণ মাস উপলক্ষে মন্দিরে বিপুল ভক্ত সমাগম হয়েছিল। কানওয়ার যাত্রাও চলছে। তার জন্য পুণ্যার্থীদের আরও ভিড় ছিল। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী জানিয়েছেন, স্থানীয় প্রশাসনের সঙ্গে তিনি যোগাযোগ রাখছেন।
{ads}