header banner

তৃনমূল থেকে পদত্যাগ দীনেশ ত্রিবেদীর, দলবলদলের পথে?

article banner

শুভেন্দু অধিকারী, রাজীব ব্যানার্জীর পর এবার তৃনমূল ছাড়লেন দীনেশ ত্রিবেদী। আজ রাজ্যসভায় দলত্যাগ করেন তিনি। আজ রাজ্যসভায় দাঁড়িয়ে তিনি বলেন, দলে থেকে কাজ করা সম্ভব হচ্ছে না, দম বন্ধ হয়ে আসছে। তাই নিজের অন্তরাত্মার ডাকে সাড়া দিয়ে দল থেকে পদত্যাগ করছেন তিনি। দলত্যাগ করার পাশাপাশি শুক্রবার রাজ্যসভার সাংসদ পদ থেকেও পদত্যাগ করেছেন তিনি। দীনেশ ত্রিবেদী তৃনমূলের একদম বয়োজ্যেষ্ঠ সদস্যদের মধ্যে একজন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ রাজনৈতিক ব্যাক্তিত্ব ছিলেন। তবে কি তিনিও পা বাড়িয়েছেন পদ্মফুলের শিবিরে, জল্পনা কিন্তু আবারও কার্যত অগ্নিসংযোগ করেছে রাজ্য রাজনীতির এবং দলবদলের আবহে। 


রাজীব ব্যানার্জির দল পরিবর্তনের পরে মানুষ ভেবেছিলেন এবার হয়ত ব্রেক লাগল বাংলায় দল পরিবর্তনের গাড়িতে। কিন্তু আবারও হঠাৎ করে সেখানে দীনেশ ত্রিবেদীর নাম অন্য মাত্রা এনে দিয়েছে। রাজনৈতিক মহলের বেশ কয়েক জনের মতামত পদ্মের শিবিরেই যেতে চলেছেন তিনি। যদিও বর্তমানে রাজ্য রাজনীতিকে দল বদলের খেলা সাধারন মানুষের কাছে নিত্য অভ্যাসে পরিনত হয়েছে। এমনকি চায়ের দোকানের আড্ডাতেও দল বদলের প্রসঙ্গ উঠলেই বিরক্ত হয়ে তা এড়িয়ে যাচ্ছেন অনেকে। এই দলবদলের পর ভোটের ফলাফল সমস্ত নির্ভর করবে সাধারন মানুষের উপরেই। এখন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ ও প্রাক্তন রেলমন্ত্রীও পরিবর্তনের জোয়ারে গা ভাসিয়ে চায়ের দোকানের আড্ডায় নতুন বিষয় নিয়ে আসতে পারেন কিনা সেটাই দেখার। 

{ads}
 

Disnesh Trivedi TMC Trinamool Congress Member of Rajya Sabha election Assembly election Politics Mamata Banerjee BJP West Bengal India

Last Updated :