header banner

Alipurduar : প্রকল্প নিয়ে বিরোধ, মহিলাদের উপর হামলা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : নিন্দুকেরা বলেন তৃণমূল (TMC) আছে তৃণমূলে। তাদের সংস্কৃতির মান ক্রমাগত নেমেই চলেছে। তা না হলে এমন ঘটনা কখনো ঘটে না। আলিপুরদুয়ারের (Alipurduar) ফালাকাটার কুঞ্জননগরের তৃণমূল পঞ্চায়েত সদস্য অসিত কর ও অর্জুন দাসের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। ভিডিয়োটি সোশ্যাল মাধ্যমে পোস্ট করেন ফালাকাটার (Falakata) বিধায়ক দীপক বর্মণ এবং পরে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari) পোস্ট করেন ওই ভিডিয়ো।

{link}

এই ঘটনার পর থেকে বিজেপি নেতৃত্ব ফালাকাটা থানায় বিক্ষোভ দেখিয়েছে। গ্রামের মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। শুধু মৌখিক কোনও অভিযোগ নয়, মারধরের সেই ভিডিয়ো রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। জানা যাচ্ছে, এলাকায় একটি প্রকল্পের কাজ চলছিল। তাতে আপত্তি জানান স্থানীয় বাসিন্দারা। পরে প্রকল্পের কাজ শুরু হলে বাধা দিতে যান গ্রামের বেশ কয়েকজন মহিলা।

{link}

তখনই তাঁদের অকথ্য ভাষায় গালিলাগাজ দেওয়া হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, গায়ে হাত তোলা হয়েছে বলেও অভিযোগ। ইতিমধ্যেই ফালাকাটা থানায় এফআইআর দায়ের হয়েছে অসিত কর, অর্জুন দাসের বিরুদ্ধে। ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন বলেন, এটা ন্যক্কারজনক ঘটনা। শনিবার ওই এলাকায় প্রতিবাদ সভা হবে বলেও জানিয়েছেন তিনি। ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। রাজ্যে মহিলাদের সুরক্ষা নিয়ে আরও একবার প্রশ্ন তুলে দিয়েছেন শুভেন্দুও।

{ads}

News Breaking News Alipurduar TMC সংবাদ

Last Updated :