header banner

Mamata Banerjee : ব্রাত্যর কাজে অসন্তোষ মুখ্যমন্ত্রী

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এর আগে বহুবার রাজ্যের অনেক মন্ত্রীর কাজে অসন্তোষ প্রকাশ করেছেন। কিন্তু বছরের শুরুতেই তিনি ক্ষোভে ফেটে পড়েছেন বিভিন্ন পুলিশ আধিকারিক ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) কাজের বিরুদ্ধে। বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর কথার ঝাঁঝে মুখ কালো হলো শিক্ষামন্ত্রীর।

{link}

সভাঘরে ব্রাত্য বসুর উদ্দেশ্যে মমতা বলেন, "কাগজে দেখলাম, প্রাথমিক স্তরে সেমিস্টার চালু হচ্ছে। আমি জানতাম না। মুখ্য সচিবও জানতেন না। পলিসি তৈরি করার আগে কেন জানানো হল না?" ব্রাত্য বসু থতমত খেয়ে কিছুটা উত্তর দেন ঠিকই কিন্তু মুখ্যমন্ত্রী সেই উত্তরে মোটেও সন্তুষ্ট নন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্লান্ত শিক্ষামন্ত্রী বলেন, "মুখ্যমন্ত্রী চূড়ান্ত অনুমোদন দিচ্ছেন না আপাতত। তাই সেটা এখন হবে না।’' প্রসঙ্গত, কয়েকদিন থেকেই প্রাইমারিতে সেমিস্টার চালু নিয়ে জোরদার চাপানউতোর চলছে।

{link}

কিছুদিন আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল সাংবাদিক বৈঠক করে নতুন সিদ্ধান্তের কথা জানান। প্রাথমিক স্কুলে এবার চালু হবে সেমিস্টার পদ্ধতি। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বছরে ২ বার পরীক্ষা নেওয়া হবে। চালু হবে ক্রেডিট সিস্টেম।কিন্তু তাতে রাজি নয় মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, “ওটা হবে না। আমি চাইছি শিশুদের ভার কমাতে। কাঁধের ব্যাগ কমাতে। ওইটুকু বাচ্চারা টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার বলতে পারে না, সেমিস্টার বলবে!”

{ads}

News Breaking News West Bengal Mamata Banerjee CM Bratya Basu TMC সংবাদ

Last Updated :