header banner

Kodalia : পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য এলাহি ব্যবস্থা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : পরীক্ষার্থীদের হলে ঢুকিয়ে দিয়ে অনেক অভিভাবক বাইরে কোথাও বসে অপেক্ষা করেন। তেমন আভিভাবকদের জন্য চা, জল তো ছিলই সঙ্গে ছিল খাবার প্রচুর ব্যবস্থা। এক-এক দিন এক একরকম খাবার অভিভাবকদের জন্য। এমনই অভিনব আয়োজন করেছে হুগলির (Hooghly) কোদালিয়া (Kodalia) অঞ্চলের ব্লক তৃণমূল কংগ্রেসের (TMC) সদস্যরা। এমন অভিনব ব্যবস্থাপনায় খুশি অভিভাবকরাও।

{link}

সোমবার উচ্চমাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Education) প্রথম দিন। চুঁচুড়া সুকান্তনগর অনুকুল চন্দ্র হাইস্কুলে পরীক্ষা কেন্দ্র হয়েছে। স্কুলের বাইরে পরীক্ষার্থীদের অভিভাবকদের বসার জায়গা করা হয়েছে। মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকেও অভিভাবকদের জন্য চা-জলের ব্যবস্থা করা হয়। চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদার পরীক্ষা কেন্দ্র ঘুরে ব্যবস্থাপনা দেখেন। দলের কর্মিদের নির্দেশ দেন অভিভাবকদের যাতে অসুবিধা না হয় সেটা দেখতে। অনেক জায়গায় অভিভাবকদের বসার জায়গা আগেও করা হয়েছে। কিন্তু এমন আয়োজন আগে কখনো দেখা যায় নি।

{link}

কোদালিয়া-১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দেবাশিষ চক্রবর্তী বলেন, “যতক্ষন পরীক্ষা চলবে অভিভাবকরা অপেক্ষা করবেন। তাদের জন্য বসার জায়গা যেমন করা হয়েছে। তেমনি এক-এক দিন এক-একরকম খাওয়া দেওয়া হবে। ঘুগনি, চাউমিন, লুচি, শেষ দিনে থাকবে চিকেন বিরিয়ানি। প্রায় একশ আশি জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে সুকান্তনগর স্কুলে। দেড়শজন মতো অভিভাবকের জন্য আয়োজন করা হচ্ছে। এই আয়োজনে খুশি অভিভাবকরা।” অনেক অভিভাবক এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

{ads}

News Breaking News Hooghly Kodalia HS 2025 সংবাদ

Last Updated : a month ago