header banner

Siliguri : ডাবের জল খেতে পরামর্শ দিচ্ছে চিকিৎসক মহল

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : দিন দিন বাড়ছে তাপপ্রবাহ। গরমে মানুষের অবস্হা নাজেহাল । প্রচণ্ড গরমে হাসফাঁস করছে মানুষ । গোটা রাজ্যের মত শিলিগুড়িতেও বাড়ছে গরম। এই গরম থেকে রেহাই এর জন্য , ঠান্ডা পানীয়র পরিবর্তে ডাবের জল খেতে পরামর্শ দিচ্ছে চিকিৎসক মহল।

{link}

তাই গরম পড়ার সাথে সাথে শিলিগুড়িতে বেড়েছে ডাবের জলের চাহিদা। শিলিগুড়ির এসএফ রোডে ডাবের দোকানের মেলা রয়েছে। প্রচুর দোকান রয়েছে ওই এলাকায় ।বলা যায় ডাবের জলের সমাহার আছে সেখানে। দেখা যাচ্ছে গরমের থেকে বাঁচতে অনেকেই সংলগ্ন এলাকায় গিয়ে ডাবের জল পান করছেন। তবে ইতিমধ্যেই গরম পড়ার সাথে সাথে বেড়েছে ডাবের দাম, ডাবের দাম বেড়ে দাঁড়িয়েছে ৭০ থেকে ৯০ টাকা।

{link}

যা সাধারণ মানুষের ক্ষেত্রে কেনা একটু সমস্যা জনক । ক্রেতারা জানাচ্ছেন গরমে থেকে বাঁচতে প্রধান ভরসা ডাবের জল, কিন্তু দাম অনেকটাই বেড়ে গেছে। অপরদিকে বিক্রেতার জানিয়েছেন গরম বাড়ার কারণেই ডাবের দাম বেড়েছে। তাই তাদেরও কিছু করার নেই।

{ads}

News West Bengal Siliguri Summer Water Doctors recommend Coconut Water Cold Water District SF Road Market Price সংবাদ

Last Updated :