নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়য়ের বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে সরাসরি তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ করলেন বিজেপির মহিলা মোর্চা নেত্রী অগ্নিমিত্রা পাল। আজ হাওড়া জেলা হাসপাতালে তিনি আহত বিজেপি কর্মীকে দেখতে আসেন। এসে তার সাথে সাক্ষাৎ করার পর হাওড়া হাসপাতালে অস্বচ্ছ ও অপরিস্কার ব্যবস্থাপনার বিরুদ্ধেও প্রতিবাদ করেন বিজেপি নেত্রী। আহত বিজেপি কর্মীর হাতে গুরুতর চোট রয়েছে। তাকে বিজেপি দলের পক্ষ থেকে সবরকম সাহায্য করা হবে বলেও জানিয়েছেন তিনি।
{link}
এর পাশাপাশি প্রসঙ্গত তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারের কে? তিনি কি সুপার সিএম হতে চাইছেন ? তিনি কি সুপার পুলিশ মন্ত্রী হতে চাইছেন ? সিনেমার মতো ডায়লগ না দিয়ে বিজেপি কার্যকর্তাদের উপর একবার গুলি করে দেখুক না। এদিন তিনি আরো বলেন তারও ইচ্ছা হয় প্রকাশ্যে বাজারের মধ্যে লোকেদের ক্ষেপিয়ে দিয়ে গরু চোর, কয়লা চোরদের ওপর ইট বৃষ্টি করাতে। কিন্তু তাদের দল তা অনুমোদন করে না। এদিন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের টুইট প্রসঙ্গে তিনি বলেন তাকে কোনদিন রাস্তায় নেমে আন্দোলন করতে দেখা যায়নি। গরু চোর, কয়লা চোর, চাকরি চোর এমন কি হাসপাতালের দুরবস্থা নিয়ে তাকে কোন কিছু বলতে শোনা যায়নি। বুলডোজার চালিয়ে দেখুক না আমরা কি করতে পারি। হাওড়ায় গত ১৩ই সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানের পর রাজ্যের শাসক ও বিরোধী দলের মধ্যে যে পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে তা স্পষ্ট।
{ads}