header banner

ডোমজুড়ে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার

article banner

শুক্রবার সকালে ডোমজুড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নিশ্চিন্দায় উদ্ধার বোমা ভরতি ব্যাগ। স্থানীয় বাসিন্দা অজয় নন্দী জানান, এলাকায় ব্যাগটি পড়ে থাকতে দেখে তাঁর সন্দেহ হওয়ায় তিনি নিশ্চিন্দা থানায় খবর দেন। পরে ঘটনাস্থলে এসে বোমা উদ্ধার করে পুলিশ। নিশ্চিন্দা থানার অন্তর্গত বীরেন দাস কলোনির ঝিল পাড়ে একটি লাল ব্যাগ থেকে মোট তিনটি বোমা উদ্ধার হয়েছে। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় বিপুল চাঞ্চল্য ছড়ায় এলাকার মধ্যে। কে বা কার এ বিষয়ের সাথে জড়িত রয়েছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। 


২০২১ বিধানসভা নির্বাচনের অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র ডোমজুড়। স্বাভাবিক ভাবেই একের পর এক আগ্নেআস্ত্র সহ বোমা উদ্ধার হওয়ায় নির্বাচনী সুরক্ষা নিয়ে চিন্তায় প্রশাসন সহ রাজ্যের পুলিশ। 


 

Domjur Crime Bomb Nischindapur Domju Police West Bengal Police Politics Election Assembly Election News Breaking News

Last Updated : 4 years ago