header banner

Siliguri : পানীয় জলের সমস্যায় জেরবার শিলিগুড়ি

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : মহানন্দার জল দূষিত। সেই জল(Siliguri Water Crisis) পানের যোগ্য নয়। এই কথা বুধবার ঘোষণা করেছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। কিন্তু নদীর যে দূষিত, সেটা চারদিন আগেই পরীক্ষা করতে পাঠানো হয়েছিল। সেই রিপোর্ট মঙ্গলবারই হাতে পেয়েছিলেন মেয়র। তারপর বুধবার সকালে একপ্রস্থ জল সরবরাহ করা হয়েছে। সব জানার পরও কেন জল সরবরাহ করা হল, তা প্রশ্ন উঠছে।

{link}

এবার শিলিগুড়ির এই জলের সমস্যা নিয়ে বৃহস্পতিবার বিক্ষোভ দেখাল সিপিআইমের দার্জিলিং জেলা কমিটি। সঙ্গে রয়েছে এসইউসিআইয়ের কর্মী-সমর্থকরা। বামেদের এই মিছিল গান্ধি মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে পুরনিগমে এসে শেষ হয়েছে। বিক্ষোভে রয়েছেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য, সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য জীবেশ সরকার সহ অন্যান্যরা।পানীয় জলের সমস্যা জেরবার শিলিগুড়িl শিলিগুড়ি, পানীয় জলের সমস্যা সমাধানের বিভিন্ন বিষয় নিয়ে এদিন অবস্থান বিক্ষোভ এস ইউ সি আই এর তরফ থেকে। তারা অবস্থান বিক্ষোভে সামিল হয় শিলিগুড়ি করতে চত্বরে।

{link}

পরে অবশ্য প্রশাসনের তরফ থেকে আশ্বাস পাওয়ার পর বিক্ষোভ তুলে নেন তারা।শিলিগুড়ি পুরো নিগমের তরফ থেকে যে পানীয় জল সরবরাহ করা হয় সেই পানীয় জল আপাতত পান করার ক্ষেত্রে নিষেধ করা হয়েছে। সেই কারণে আজ সকাল থেকেই পানীয় জল কিনবার জন্য লম্বা লাইন দেখতে পাওয়া গেল। এছাড়া পুরো নিগমের তরফ থেকে বিলি করা হয় বিভিন্ন জায়গায় পানীয় জলের পাউচ। এ বিষয়ে এক ব্যক্তি জানান পুরো নিগমের তরফ থেকে সরবরাহ করা জল ঘরে বিভিন্ন কাজে ব্যবহার করছেন সেই জল আপাতত পানীয় জল হিসেবে ব্যবহার করছেন না।

{ads}

News Breaking News Siliguri West Bengal Drinking water Problem Water Crisis CPIM Protest SUCI Communist Vote Voter Election Election 2024 Lok Sabha Election Politics Politician Mahan

Last Updated :