নিজস্ব সংবাদদাতা, হাওড়া: দোকানে মদ্যপ অবস্থায় ঢুকে দোকানদারকে মারধরের ঘটনায় উত্তেজনা হাওড়ার জগৎবল্লভপুরে। ঘটনাটির কারনে মারামারিতে জড়িয়ে পড়ে উভয়পক্ষই। ঘটনায় আহত হয়েছেন একাধিক। আহতরা ভর্তি জগৎবালভপুর হাসপাতালে। ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুরের ইচ্ছানগরীতে। পুলিশ সূত্রে খবর, গতকাল দুপুরে ঘটনার সূত্রপাত। টোটো পার্টসের দোকানে পার্টস কিনতে এসে শুরু হয় বচসা। অভিযোগ মদ্যপ অবস্থায় দোকানে মাল কিনতে এসে বচসায় জড়িয়ে দোকানীকে স্ক্রু ড্রাইভার দিয়ে এলোপাতাড়ি কোপ মারে দুই যুবক। প্রতিক্রিয়ায় সেই যুবক ও তার বাবা বাধা দিলে তাদের ধরে আরও মারধর করা হয়। রীতিমতো মারামারিতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এই ঘটনায় পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে।
{link}
বুধবার দুপুরে ওই ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। দোকানের মধ্যে দুই যুবক মদ্যপ অবস্থায় ঢোকে। জিনিসের দাম নিয়ে বচসা বেধে যায়। অভিযোগ, দোকানদারকে তারা গালিগালাজ করে। প্রতিবাদ করলে আচমকাই দোকানদারের উপর চড়াও হয় তারা। এলোপাথাড়ি স্ক্রু ড্রাইভার দিয়ে শরীরে আঘাত করে তারা। ছেলেকে বাঁচাতে এগিয়ে এসে আহত হন তাঁর বাবাও। এরপর লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাদের নিয়ে যায় হাসপাতালে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে জগৎবল্লভপুর থানার পুলিশ। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ওই যুবকদের খোঁজ চালাচ্ছে পুলিশ। আহতদের মধ্যে একজনের আঘাত গুরুতর।
{ads}