header banner

কুড়মি সমাজের লাগাতার রেল অবরোধের জেরে ব্যাপক প্রভাব পড়লো বাঁকুড়া জেলার রেল পরিষেবায়

article banner

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: কুড়মি সমাজের লাগাতার আন্দোলন ও রেল অবরোধ রবিবার পাঁচ দিনে পড়লো। পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ায় টানা ১২০ ঘন্টার  এই অবরোধের জেরে ব্যাপক প্রভাব পড়লো বাঁকুড়া জেলার রেল পরিষেবায়। গত কয়েক দিনের মতো রবিবারও সকাল থেকে ঐ অবরোধের জেরে খড়্গপুর-আদ্রা শাখায় একের পর এক ট্রেন বাতিল করা হয়েছে। এদিনও খড়্গপুর-হাটিয়া ১৮০৩৫, খড়্গুর-রাঁচি ১৮০৮৫, পুরুলিয়া-হাওড়া সুপার ফাস্ট ১২৮২৮, ১২৮৮৩ রুপসী বাংলা এক্সপ্রেস, ১৮০১২/১৪ হাওড়া-চক্রধরপুর ট্রেন বাতিল হয়েছে। বাতিল হয়েছে খড়গপুর-হাটিয়া এক্সপ্রেস। এমনকি বেশ কিছু ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে, কিম্বা সংক্ষিপ্ত করা হয়েছে। 
{link}
এই ধরণের একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল ঘোষণা করায় যাত্রীদের একটা অংশ স্টেশনে এসেও ট্রেন না পেয়ে বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছেন। সব থেকে বেশী সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। যদি এরকম চলতে থাকে তাহলে দৈনিক নিত্যযাত্রীদের ক্ষতি সব থেকে বেশি হবে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই রেল বিভাগকে উদ্যোগ নিতে হবে।
{ads}

Bankura Purulia Midnapore News Railways সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article