header banner

আদিবাসী সংগঠনের অবরোধের জেরে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন স্টেশনে থমকে গেল ট্রেনের চাকা

article banner

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান: আদিবাসী সংগঠনের অবরোধের জেরে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন স্টেশনে  থমকে গেল ট্রেনের চাকা। রাজ্যের তিন জেলায় এই অবরোধের প্রভাব পড়ে। শনিবার দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর-টাটানগর শাখায় খেমাশুলি স্টেশনের কাছে অবরোধ করে আদিবাসীদের সামাজিক সংগঠন ‘আদিবাসী সেঙ্গেল অভিযান’। পূর্ব বর্ধমান জেলার যৌগ্রাম ,ও মশাগ্রাম এবং গুসকরা স্টেশনে অবরোধ হওয়ায় বর্ধমানের বিভিন্ন শাখায় এই আন্দোলনের প্রভাব পড়ে। মালদহের আদিনা রেল স্টেশনে শুরু হয় রেল রোকো। এর ফলে বিভিন্ন স্টেশনে আটকে পড়ে একাধিক দূরপাল্লার ট্রেন।

{link}

এই পরিস্থিতিতে বিজ্ঞপ্তি দিয়ে দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর এবং আদ্রা ডিভিশনে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল থাকার কথা জানায় রেল। আজকে তাদের রেল এবং রোড জাম করার কারন হলো ভারত সরকার প্রকৃত কিছু আদিবাসিদের এখনও সান্নাধর্মের মান্যতা দেননি,দ্বিতীয়ত আদিবাসিদের যে ঈশ্বর যাকে আমরা মারাং গুরু বলে জানি সেই পরেশনাথ পাহার জৈন ধর্মাবলম্বী মানুষেরা দখল করে নিয়েছেন তারিই প্রতিবাদে এদিন রেল ও রোডে জাম করতে বাধ্য হয়েছি। এখন দেখার বিষয় তাদের এই বিক্ষোভের পর প্রশাসন তাদের দাবীকে মান্যতা দেয় কি না।

{ads}

news Protest West Bengal Adiwasi Rail সংবাদ

Last Updated :