শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : মন্দির, মসজিদ, গির্জা তৈরী কি কোনো সরকারের কাজ হতে পারে? এই নিয়ে বিতর্ক চলুক। কিন্তু মন্দির তৈরী থেকে মোটেই সরে আসবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘার (Digha) জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আর এবার আবারও এক ‘সাংষ্কৃতিক কেন্দ্র’ বা ‘দর্শনীয় স্থান’ তৈরির উদ্যোগ নেওয়া হল সরকারের তরফে। জল্পনা আগেই শোনা গিয়েছিল। এবার পড়ল শিলমোহর। রাজ্যে এবার তৈরি হতে চলেছে ‘দুর্গা অঙ্গন’।
{link}
সোমবারই নবান্নে (Nabanna) মন্ত্রিসভার বৈঠকে দুর্গা অঙ্গন নির্মাণের সিদ্ধান্তে সরকারি অনুমতি পাওয়া গিয়েছে। এদিন নবান্নে (Nabanna) একটি সাংবাদিক বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) এবং মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। সেখানেই মন্ত্রী বলেন, বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর ‘হেরিটেজ’ স্বীকৃতি পেয়েছে। তাকে সম্মান জানিয়েই দুর্গা অঙ্গন তৈরির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু কোথায় হবে এই দুর্গা মন্দির? তা এখনও স্পষ্ট নয়। বার বার অভিযোগ উঠেছে মমতা সরকার সংখ্যালাঘুদের তোষণ করে।
{link}
তারই উত্তর দিতে এবার প্রথমে জগন্নাথ মন্দির ও পরে দুর্গা মন্দির।জানা গিয়েছে, দুর্গা অঙ্গন নির্মাণের জন্য একটি ট্রাস্ট গঠন করা হবে। তার সদস্যদের নাম পরে জানানো হবে। এই নতুন ‘দর্শনীয় স্থান’ তৈরির বাজেট, কোথায় তৈরি হবে সেসব এখনও পর্যন্ত চূড়ান্ত না হলেও মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, আগে জায়গা দেখা হবে। তারপর বাকি সব কিছু জানানো হবে। বিজেপির তরফে একাধিক বার অভিযোগ আনা হয়েছে, বাংলায় দুর্গাপুজোর বিসর্জনে বাধা দেওয়া হয়। সেই প্রসঙ্গ টেনেই মুখ্যমন্ত্রী বলেন, ‘মা দুর্গা আমাদের জাতীয় সম্পদ। যেমন জগন্নাথ ধাম করেছি তার অনুকরণে দুর্গা অঙ্গন করে দেব, সারাবছর যাতে মানুষ সবটা দেখতে পান’।
{ads}