header banner

দোরগোড়ায় দুর্গাপুজো, নিরঞ্জনের পর গঙ্গাদূষন রোধ করতে তৎপর প্রশাসন

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে শারদ উৎসব। আর সেই উৎসবের শেষ অংশ হিসেবে রয়েছে ভাসান বা নিরঞ্জন প্রক্রিয়া। প্রতিবছরই এই নিরঞ্জনে গঙ্গাদূষন রোধ অন্যতম চিন্তার কারন হয়ে দাঁড়ায় পুরসভার কাছে। তাই প্রতিমা নিরঞ্জনের পর গঙ্গাদূষন রোধে এখন থেকেই তৎপর প্রশাসন। বৃহস্পতিবার সকালে হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী পুরসভার কমিশনার ধবল জৈন ও হাওড়া সিটি পুলিশের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার সহ অন্যান্য আধিকারিকরা হাওড়ার সমস্ত গঙ্গার পরিদর্শন করলেন। 

{link}
সূত্রের খবর, মধ্য হাওড়া শিবপুর থেকে উত্তর হাওড়া বাধাঘাট পর্যন্ত সমস্ত ঘর পরিদর্শন করবে এই প্রতিনিধি দল। নিরঞ্জন বা ভাসানের ক্ষেত্রে কি কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন বা ঘাট গুলোর বর্তমান কি অবস্থায় রয়েছে তা খতিয়ে দেখতেই আজকের এই পরিদর্শন । একই সঙ্গে নিরঞ্জন সময় গঙ্গা দূষণের কথাও মাথায় রেখে কাজ করা হবে বলেই জানিয়েছেন হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী। মূল উদ্দেশ্য গঙ্গা দূষণ প্রতিরোধ করে সুষ্ঠুভাবে নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন করা। মূলত ঘাটগুলির সার্বিক অবস্থাও ক্ষতিয়ে দেখা হয় আজ। কয়েকটি ঘাটের অবস্থা খুবই খারাপ। পুজোর আগে তা সংস্কার হয়ে হঠে কি না, তাই দেখার বিষয়। 
{ads}

news Howrah Durga Puja Ganga river HMC West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article