header banner

দুর্গাপূরে বাড়ছে জল সংকটের আশঙ্কা

দুদিন পেরিয়ে গেলেও এখোনো শুরু হয়নি দুর্গাপুর ব্যারেজের ৩১ নম্বর গেটের কাজ। দুর্গাপূরের বিস্তীর্ন এলাকায় তৈরি হচ্ছে জল সংকটের সম্ভাবনা।আশঙ্কা রয়েছে জলের অভাবে বিভিন্ন শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কাও।যদিও প্রশাসনের পক্ষ থেকে জলের কোনো সমস্যা হবেনা বলে আশ্বাস দেওয়া হয়েছে। {ads}
উল্লেখ্য বিষয় শনিবার ভেঙে যায় দুর্গাপুর ব্যারেজের ৩১ নং গেটটি।ভাঙা যায়গা থেকে তিব্র বেগে বেরোতে শুরু করে জল।প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল দ্রুত ব্যারেজ জলশুন্য করে মেরামতির কাজ শুরু করার।সেইমতো শনিবার পাঞ্চেত ও মাইথন ড্যাম থেকে জল ছাড়া বন্ধ করে দেওয়া হয়। সেচ দপ্তরের সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযাই ১৮ ঘন্টার মধ্যেই ব্যারেজের সমস্ত জল শেষ হয়ে যাওয়ার কথা ছিল।কিন্তু দামোদর নদীর উপর থাকা বিভিন্ন উপনদী থেকে জল আসায় জলশূন্য হয়নি দুর্গাপূর ব্যারেজ। ফলে শুরু করা যায়নি লকগেট মেরামতির কাজও। ৩১ নং গেটের কাছে বালির বস্তা ফেলে নদীর গতিপথ পরিবর্তন করার চেষ্টা করা হয়, তবে সেই কাজও এখোনো সম্পূর্ন হয়ে ওঠেনি। 
বিশেষঞ্জদের একাংশ দুর্গাপুর, আসানসোল ও বাঁকুড়া জেলার কয়েকটি অংশে বিপুল জলসংকটের আশঙ্কা করছেন। এই সম্পর্কে দুর্গাপুর পৌরনিগমের মেয়র দিলীপ আগন্তি এবং পশ্চিম বর্ধমান জেলার জেলাশাষক পুর্নেন্দু মাঝি জানিয়েছেন মানুষ যাতে জল সংকটে না পড়েন তার জন্য পর্যাপ্ত ব্যাবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।তবুও এতো কিছুর পরেই রয়েই যাচ্ছে জলসংকটের আশঙ্কা। জল মানুষের নিত্য অত্যন্ত গুরুত্বপূর্ন একটি প্রয়োজন।তাই এই নিয়ে বর্তমানে চিন্তায় মাথায় হাত প্রশাসন সহ সাধারন মানুষ সবার। {ads}
 

Durgapur Durgapur Barrage Water crisis West Bengal

Last Updated :