দামোদরের দুর্গাপুর ব্যারেজে ৩১ নং লকগেট ভেঙে বিপত্তি। দুর্গাপুর কর্পোরেশন এলাকায় জল সংকটের আশষ্কা। খাবার জলের সমস্যা কাজ শেষ না হওয়া পর্যন্ত থাকতে পারে । গেট ভাঙা দেখতে ভিড় উপচে পড়েছে আমজনতার। ভিড় সরাতে ততপর পুলিশ। গেটের কাজ সম্পন্ন করতে ৪৮ ঘণ্টা সময় লাগতে পারে।বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছেন সেচ দপ্তরের আধিকারিকরা।
{ads}