header banner

Rachna Banerjee : প্রচারের মাঝে সিমলাগড়ের কালীবাড়িতে পুজো দেন

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক: সিমলাগর কালীবাড়িতে পূজো দিয়ে পান্ডুয়া বিধানসভায় প্রচার শুরু করলেন রচনা ব্যানার্জি।   পান্ডুয়া বিধানসভায় প্রচারের ঝড় তুললেন অভিনেত্রী রচনা ব্যানার্জি। কলকাতা থেকে সিমলাগড়ের কালীবাড়িতে এসে পৌঁছান তিনি। সেখানে মা কালীর কাছে পুজো দেন। অভিনেত্রী তথা তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি কে দেখতে মন্দির এলাকায় সাধারণ মানুষসহ তৃণমূল কর্মীরা ভিড় জমিয়েছিলেন ছিলেন। উপস্থিত ছিলেন পান্ডুয়ার বিধায়ক ডক্টর রত্না দে নাগ সহ তৃণমূল নেতৃত্বরা। পরে  খোলা গাড়িতে চেপে  প্রচার ও ছাড়েন হুগলি লোকসভার প্রার্থী রচনা ব্যানার্জি। 

 

{ads}

News Politics Election Rachna Banerjee TMC সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article