header banner

গঙ্গাভাঙন রোধে জলপ্রকল্পের কাজ চলাকালীন পাশেই গঙ্গা পাড়ে বড়োসড়ো ফাটল শান্তিপুরে

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়া: গঙ্গা ভাঙন রোধের কাজ চলতে চলতেই নতুন করে জল প্রকল্পের পাশে বড়সড় ফাটলে আতঙ্কে গঙ্গার তীরবর্তী এলাকার মানুষ। কাজে গাফিলতির অভিযোগ তুলছেন স্থানীয়রা। ঘটনাটি শান্তিপুর ১৬ নম্বর ওয়ার্ডের স্টিমারঘাটের। একদিকে চলছে গঙ্গা ভাঙন রোধের কাজ তার মাঝেই আবারও গঙ্গার পাড়ে বড়সড়ো ফাটল দেখা দেওয়ায় কপালে চিন্তার ভাজ তীরবর্তী এলাকার বসবাসকারী মানুষদের। 

{link}
উল্লেখ্য বিষয়, বুধবার সকালে গঙ্গার পাড়ে বড়সড় ফাটল লক্ষ্য করে স্থানীয়রা। তাদের দাবি, একদিকে যখন গঙ্গা ভাঙন রোধের কাজ চলছে তাহলে ফাটল কিভাবে হয়। যদিও কাজে অনেকটাই গাফিলতি বলে অভিযোগ করছেন স্থানীয়রা। বিগত মাস কয়েক ধরে প্রাথমিকভাবে বালির বস্তা ফেলে চলছে গঙ্গা ভাঙ্গন রোধের কাজ। পাশে রয়েছে শান্তিপুরের একমাত্র জলপ্রকল্প, তার পাশেই আবারো নতুন করে বড়সড়ো ফাটল দেখা দেওয়ায় রীতিমতো আতঙ্কে তীরবর্তী এলাকার মানুষজন। স্থানীয়দের দাবি অবিলম্বে প্রশাসন যাতে এর উপর নজর রাখে, না হলে এই ফাটল আরও ভয়াবহতা ধারণ করবে। এখন ফাটল নজরে পড়তেই রীতিমতো ঘুম উড়েছে এলাকাবাসীর। এখন দেখার এই ফাটল রোধে কি ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন।
{ads}

news Nadia Ganges West Bengal সংবাদ

Last Updated :