header banner

মায়াপুর ইসকনে শুরু হল দ্বীপদান পর্বের, আলোর উৎসব চলবে রাস পূর্ণিমা পর্যন্ত

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়া: দীপাবলির আগে জ্বলে ওঠে শত শত দ্বীপ। আর এভাবেই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন থেকে রাস পূর্ণিমা পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় ইসকনের প্রধান কেন্দ্র মায়াপুর সহ বিশ্বের সমগ্র ইসকন মন্দিরে একইভাবে পালিত হয় দামোদর মাসে দ্বীপদান পর্ব। সেই প্রথা মেনেই এই বছরেও কোজাগরী লক্ষী পূর্ণিমার দিন থেকে শুরু হয়েছে এই উৎসবের। বহু মানুষ দেশ বিদেশ থেকে এসে সামিল হচ্ছে আলোর এই দ্বীপদান উৎসবে।

{link}
দীপাবলি তে সমগ্র দেশে আলোর উৎসব হলেও তার আগেই হাজার হাজার দ্বীপ জ্বলে ওঠে ইসকন ভক্তদের হাতে। প্রতিদিন সন্ধ্যায় হাজার হাজার দেশী ও বিদেশী ভক্ত ভগবানের উদ্দেশ্যে দ্বীপ দান করতে ছুটে আসেম মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরে। এই সময়ে সমস্ত ভক্ত এবং দর্শনার্থীদের জন্য বিনামূল্যে প্রদীপ দেওয়া হয় ইসকনের তরফ থেকে। সেই প্রদীপ ভগবানের উদ্দেশ্যে জানানো হয় বিগ্ৰহের সম্মুখে। এভাবেই গোটা কার্তিক মাস অর্থাৎ রাস পূর্ণিমা পর্যন্ত এই দ্বীপদান পর্ব চলবে বলে ইসকনের তরফ থেকে জানানো হয়েছে।
{ads}

news Mayapur ISCKON Nadia West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article