শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক:দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে হানা ইডির। কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থার দলটিতে রয়েছেন ১২ জন আধিকারিক। আবগারি নীতি মামলায় বৃহস্পতিবারই কেজরিওয়ালকে গ্রেফতারির হাত থেকে সুরক্ষা দিতে অস্বীকার করে দিল্লি হাইকোর্ট। তার কয়েক ঘণ্টা পরেই দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা দেয় ইডি। সার্চ ওয়ারেন্ট নিয়েই কেজরিওয়ালের বাড়িতে হাজির হয়েছেন ইডির আধিকারিকরা।
{link}
দিল্লিআবগারি নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে কেজরিওয়ালের দল আম আদমি পার্টির কয়েকজন নেতা। এই মামলায় ইডি ৯ বার সমন পাঠিয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রীকে। নানা অজুহাতে প্রতিবারই হাজিরা এড়িয়ে গিয়েছেনর মুখ্যমন্ত্রী। ইডি যাতে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না করে, সেই আর্জি নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কেজরিওয়াল। সেখানে মেলেনি রক্ষা কবচ। তার পরেই দিল্লির মুখ্যমন্ত্রীর দুয়ারে হাজির ইডি। জানা গিয়েছে, এই মুহূর্তে কেজরিওয়ালের বাসভবনে তল্লাশি চালাচ্ছেন ইডি কর্তারা। জিজ্ঞাসাবাদের জন্য রাতেই তাঁকে ইডির সদর দফতরে নিয়ে যাওয়া হতে পারে বলে সূত্রের খবর।
{link}
এদিন আদালতে পেশ করা আবেদনে কেজরিওয়াল বলেন, ইডি নিশ্চয়তা দিক যে তাদের সমনে সাড়া দিলে আমার বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা হবে না। কেজরিওয়ালের দল আপের অভিযোগ, এতদিন ধরেও কেজরিওয়ালের বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ পায়নি ইডি। তাই লোকসভা নির্বাচনের আগে সমন পাঠিয়ে তাঁকে গ্রেফতারের চেষ্টা চলছে। কেজরিওয়াল মন্ত্রিসভার সদস্য সৌরভ ভরদ্বাজ বলেন, পুলিশ ভিতরে গিয়েছে। কাউকে ভিতরে যেতে দেওয়া হচ্ছে না। মনে হচ্ছ, তল্লাশি চলছে। যা থেকে মনে হচ্ছে, ওঁরা অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারের পরিকল্পনা করেই এসেছেন।আবগারি নীতির মামলায় বিআরএস নেতা কে কবিতাকে গ্রেফতার করার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ইডি-র দল দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছেছে।
{ads}