নিজস্ব সংবাদদাতা, হাওড়া: হাওড়া শহরে ফের হানা ইডির। বুধবার সকালে একটি চিটফান্ড কোম্পানির গ্রুপের কর্নধারদের বাড়িতে হানা দেয় ইডি। পিনকন এবং টাওয়ার নামক গ্রুপের কর্ণধারদের বাড়িতে বুধবার সকাল থেকেই চলছে তল্লাশি। সূত্রের খবর, কলকাতা ও শহরের মোট ১০টি জায়গায় চলছে এই তল্লাশি। চিটফান্ড সংক্রান্ত আর্থিক তছরুপ মামলায় শহরের বিভিন্ন জায়গায় হানা দিয়েছে ইডি। হাওড়াতেও চলছে তল্লাশি। হাওড়ার জগাছা থানা এলাকাতেও এদিন সকালে হানা দেন ইডি'র আধিকারিকরা। টাওয়ার গ্রুপের কর্ণধারের বাড়িতে আসেন ইডি আধিকারিকরা। আয় সংক্রান্ত মামলায় তদন্তের জন্যই হাজির হয়েছেন তাঁরা। যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি ইডির প্রতিনিধি দলের কেউ।
{ads}