header banner

ED : বালি পাচারকাণ্ডে ইডির অভিযান

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আবার হঠাৎ ঘুম ভেঙেছে ইডির (ED)। ইডি এবার বালি পাচারের (sand smuggling) তদন্তে নেমে পড়েছে। নাগরিক মহলের ধারণা কয়েকদিনের মধ্যেই আবার ইডি চলে যাবে শীতঘুমে। আজ, সোমবার সকালেই ইডি একযোগে ঝাড়গ্রাম ও বেহালায় অভিযান চালায় ইডি (ED Raid)। কলকাতা (Kolkata), ঝাড়গ্রাম, নদিয়া ও পশ্চিম মেদিনীপুরে তল্লাশি চালানো হচ্ছে। সকালেই প্রথম ইডি হানা দেয় ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে এক বালি ব্যবসায়ীর বাড়িতে। ঝাড়গ্রামের পাশাপাশি বেহালার জেমস লং সরণীতেও তল্লাশি চলছে।

{link}

জিডি মাইনিং নামে একটি সংস্থায় তল্লাশি চালানো হচ্ছে। এই সংস্থাটি বালির ব্যবসার সঙ্গে যুক্ত। এই সংস্থার আরেকটি অফিস রয়েছে বিধাননগর, সেক্টর-ফাইভে। পাশাপাশি কল্যাণীতেও ইডি হানা দিয়েছে। পশ্চিম মেদিনীপুরেও চলছে তল্লাশি। তবে এখন পর্যন্ত তল্লাশি চলেছে মূলত কিছু ব্যবসায়ীর বাড়িতে, কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের বাড়িতে নয়। সুবর্ণরেখা নদীর বালি পাচারের অভিযোগে ঝাড়গ্রামে গোপীবল্লভপুরে শেখ জহিরুল আলি তিনতলা বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, তিনি বালির ব্যবসা করেন, তবে কোনও বেআইনি কাজ করেন না। কেন্দ্রীয় বাহিনী গোটা এলাকা ঘিরে রেখেছে।

{link}

অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরে সৌরভ রায় নামক এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চালাচ্ছে ইডি। এরা সকলেই বালির অবৈধ কারবারের সঙ্গে যুক্ত। ইডির মোট ৪-৫টি টিম তদন্তে নেমেছে। একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছেন তারা। দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল যে বালি পাচার হয়ে যাচ্ছে, প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। এরপরই সম্প্রতি মামলা দায়ের করে ইডি।

{ads}

 

News Breaking News ED sand smuggling সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article