header banner

Abhishek Banerjee: 'লিপস অ্যান্ড বাউন্ডস'-এর মামলায় ফের ইডির তলব অভিষেক কে

article banner

Abhishek Banerjee: উপায় নেই ইডির নাগাল এড়ানোর! ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। ৩ অক্টোবর সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল তাঁকে। দিল্লিতে দলীয় কর্মসূচি থাকায় এদিন ইডির ডাকে সাড়া দেননি তিনি। অভিষেক যে ইডির ডাকে এ দিন হাজিরা দেবেন না, তা জানিয়েছিলেন আগেই। এবার ফের তলব করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোকে। আগামী সোমবার সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে তাঁকে। কেবল অভিষেক নন, তাঁর স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কেও আগামী সপ্তাহে তলব করেছে ইডি। জিজ্ঞাসাবাদের জন্য ইডি হাজিরা দিতে বলেছে অভিষেকের মা লতা ও বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কেও। 

{link}
এদিকে, ইডির হাজিরা এড়াতে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন তৃণমূলের সাধারণ সম্পাদক। এ প্রসঙ্গে বিচারপতি সৌমেন সেন তাঁর পর্যবেক্ষণে জানান, “হাজিরা যে দেবেন না, তা ইডিকে আগেই জানিয়ে দেওয়া উচিত ছিল অভিষেকের।” ডিভিশন বেঞ্চে অভিষেক যে আবেদন করেছেন, সেখানে যুক্তি দেখানো হয়েছে, ইডি যে নথি তাঁর কাছ থেকে চেয়েছে, তা প্রায় ১০ বছরের পুরানো। জোগাড় করতে পর্যাপ্ত সময় প্রয়োজন।
অভিষেকের (Abhishek Banerjee) পাশাপাশি আগামী সপ্তাহেই সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে তাঁর স্ত্রীকেও। কয়লা পাচার মামলায় বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে রুজিরাকে। জুন মাসে সিজিও কমপ্লেক্সে টানা প্রায় চার ঘণ্টা ধরে ইডির প্রশ্নবাণের মুখোমুখি হয়েছিলেন অভিষেক-পত্নী। এবার রুজিরাকে তলব করা হল নিয়োগ কেলেঙ্কারি মামলায় জিজ্ঞাসাবাদ করতে। ইডি সূত্রে খবর, রুজিরার বয়ান নথিবদ্ধ করতে চাইছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। তাই ডেকে পাঠানো হয়েছে তৃণমূল নেতার স্ত্রীকে। 

{link}
‘লিপস অ্যান্ড বাউন্ডস’ কোম্পানির সিইও অভিষেক (Abhishek Banerjee)। এই কোম্পানিরই ডিরেক্টর তাঁর মা লতা এবং বাবা অমিত। এই সংস্থার অন্যতম অধিকর্তা ছিলেন রুজিরা। প্রসঙ্গত, নিয়োগ কেলেঙ্কারি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন, ‘লিপস অ্যান্ড বাউন্ডসে’র সব ডিরেক্টরের সম্পত্তির হিসেব পেশ করতে হবে ইডিকে। প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করতে হবে ডিরেক্টরদেরও। সেই সূত্রেই রুজিরাকে তলব করা হয়েছে বলে ধারণা ওয়াকিবহাল মহলের। 
{ads}

news Leaps and Bounds Rujira Narula Abhishek Banerjee সংবাদ

Last Updated :