header banner

Abhishek Banerjee: ED-র মৌখিক আশ্বাসই ভরসা, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন না অভিষেক

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সরাসরি রক্ষাকবচ চেয়েছিলেন অভিষেক। তবে চাইলেও তা পেলেন না তৃণমূল নেতা। যার ফলে ED মৌখিক আশ্বাসই বর্তমানে হয়ে রইল অভিষেকের রক্ষাকবচ। প্রসঙ্গত, কয়েকদিন পূর্বেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোন কড়া পদক্ষেপ যেন না করা হয় বলে আদালতে আবেদন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। মামলা যতক্ষণ বিচারাধীন রয়েছে ততক্ষন যেন ইডি কোন পদক্ষেপ না করে এই নির্দেশ আদালত দিক, আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডির আইনজীবীর মৌখিক প্রতিশ্রুতির ভিত্তিতে ইডির আধিকারিকরা এই মামলার শুরু থেকে কোন কড়া পদক্ষেপ করেননি। আজ এই মামলার শেষ মুহূর্তে কেন নতুন শব্দবন্ধ নির্দেশনামায় লিখতে যাব ? - প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। কালকেও আমার বিচার্য বিষয় একই থাকবে, জামিনের মামলা শুনানির জন্য আমার কাছেই আসবে। - মন্তব্য বিচারপতির।

{link}

একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, ECIR খারিজের দাবিতে মামলা যখন চলছে সেই মুহূর্তে ১০ই সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নতুন করে সমন পাঠানো হয়েছে। ১৩ ই সেপ্টেম্বর হাজিরা দিতে বলা হয়েছে।আগামীকাল তার বিশেষ একটি বৈঠকও রয়েছে। - সওয়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর। এটা বিদ্বেষপূর্ন আচরণ। কাল আমাকে গ্রেফতারও করা হতে পারে। এই ধরনের হয়রানির মানে কি ? - সওয়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর। সমন পাঠানো মানে কড়া পদক্ষেপ নয়। তিনি অভিযুক্ত নন। ইডির কিছু প্রশ্ন রয়েছে, তাই তাকে ডেকে পাঠানো হয়েছে। সমন পাঠানোর ক্ষেত্রে আমাদের কোন বাধা নেই। গ্রেফতার করতে আমাদের কোন সমনের দরকার নেই, আমরা যখন ইচ্ছা গিয়ে গ্রেফতার করতে পারি। গ্রেফতারির জন্য সমন পাঠানো হয়েছে এই আশঙ্কা অমূলক । - সওয়াল ইডির। এই আদালতের অন্য এজলাসেও মামলা চলছে, সেখানে আমাদের রিপোর্ট দিতে হবে। তাই জিজ্ঞাসাবাদ। - জানাল ইডি। ECIR খারিজের মূল মামলায় অভিষেক বন্দোপাধ্যায় এবং ইডির বক্তব্যের লিখিত আকারে খুশি নয় আদালত। - জানালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বক্তব্যের লিখিত আকার ফেরত দিল আদালত। নতুন করে পেশ করার নির্দেশ বিচারপতির। আগামী ১৯ শে সেপ্টেম্বর নতুন করে বক্তব্যের লিখিত আকার পেশ করার নির্দেশ। আপনি এমন কিছু নির্দেশনামার উল্লেখ করেছেন যা আপনার বিপক্ষে যেতে পারে। - অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে উদ্দেশ করে মন্তব্য বিচারপতির। আপনি মুখে যা বলেছেন এবং তার লিখিত আকারে যা জমা দিয়েছেন তার মধ্যে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। অনেক বক্তব্য লিখিত আকারে দেননি। - ইডির আইনজীবীকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতির। রিপোর্ট জমা দিল সিএফএসএল। ১৯ শে সেপ্টেম্বর পরবর্তী শুনানি।

{ads}

news Abhishek Banerjee ED Recruitment Scam সংবাদ বাংলা খবর

Last Updated :

Related Article

Latest Article