header banner

দুয়ারে দুয়ারে নির্বাচনের সুর

article banner


বিধানসভা নির্বাচনের সুর এবার পৌঁছে গেল দুয়ারে দুয়ারে । সেই সুরেও যুদ্ধ শুরু আবার বিজেপি- তৃণমূলের ।নির্বাচনের বাকি আর হাতে গোনা কিছু সময় , আর তাঁর আগেই মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে প্রশাসনিক আধিকারিকরা ।আর এই একই পথ এবার নিতে চলেছে বিজেপি , তাঁরাও এবার মানুষের দরজায় দরজায় পৌঁছে যাবেন ।‘দুয়ারে সরকার’ অভিযানে রাজ্যের প্রতিটি মানুষের কাছে পৌঁছবেন সরকারি আধিকারিকরা। কেউ কোনও সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন কি না তার খোঁজ নিয়ে প্রকল্পের আওতাধীন করার ব্যবস্থা করবেন তাঁরা। অন্যদিকে ১ কোটির বেশি মানুষের কাছে যাবে বিজেপি নেতা-কর্মীরা। বিজেপি কর্মীরা তৃণমূলের দুর্নীতি, অত্যাচার ও স্বৈরাচারের কথা বাড়ি বাড়ি গিয়ে তুলে ধরবে।

 

সরকারি কর্মসূচি ‘দুয়ারে সরকার’কে হাতিয়ার করে যখন দরজায় দরজায় পৌঁছনোর চেষ্টায় রাজ্যের শাসকদল, তখন পাল্টা তৎপরতা বিরোধী শিবিরেও। ‘আর নয় অন্যায়’ কর্মসূচির দ্বিতীয় পর্যায় শুরুর কথা ঘোষণা করে রাজ্য বিজেপি-র সভাপতি দিলীপ ঘোষ জানালেন, প্রচারপত্র হাতে নিয়ে ১ কোটিরও বেশি নাগরিকের দরজায় পৌঁছবেন তাঁরাও।{ads}

হাওড়ার বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে  শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি । পিছিয়ে নেই বিজেপিও। এবার বিজেপির শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মানুষের দুয়ারে পৌঁছে গেল বিজেপি কর্মীরা । দক্ষিণ হাওড়ার ৪৫ নম্বর ওয়ার্ডে বিজেপির শ্রমিক সংগঠনের কর্মীরা প্রধানমন্ত্রীর জনধন প্রকল্পে যাঁদের জিরো ব্যালেন্সের অক্যাউন্ট নেই তাঁদের সেই অ্যাকাউন্ট খুলে দেওয়া হল। পাশাপাশি তাঁদের হাতে পাশবইও দেওয়া হল। যা পেয়ে রীতিমতো খুশি প্রত্যেকে। 

নির্বাচনের আগেই কার্যত বাকযুদ্ধের সঙ্গে সঙ্গে শুরু হচ্ছে দরজা যুদ্ধ , কখনো কেউ আসবেন প্রকল্পের হিসাব নিয়ে আবার কখনো কেউ আসবেন প্রকল্পের বিচার নিয়ে , সবমিলিয়ে এক ভিন্ন চিত্র ও ভিন্ন অভিজ্ঞতা অনুভব করতে চলেছেন বাংলার মানুষ ।
‘দুয়ারে সরকার’ প্রকল্প নিয়ে তীব্র বিরোধ জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।তিনি জানিয়েছেন আম্ফান ও লকডাউনের সময় যে সাহায্যগুলো সাধারণ মানুষের পাওয়ার কথা সেগুলো তাঁরা পাননি । এখন বাইক নিয়ে বাড়ি বাড়ি প্রচার করাকে কি সরকারের প্রকল্প হিসেবে মানা যাবে না দলীয় কাজের মধ্যে ধরা হবে সেটাই এখন প্রশ্নের মুখে । 
সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে বাকযুদ্ধ থেকে দরজার লড়াই বাংলা ভুমিকে রাজনৈতিক ময়দানের ভিন্ন চিত্রে আলোকিত করছে ।{ads} 
 

ELECTION 2021 WEST BENGAL TMC BJP GOVERNMENT OF WEST BENGAL ADMINISTRATIVE DILIP GHOSH

Last Updated :