header banner

Delhi : এবার দিল্লিতে ভূমিকম্প

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : এবার দিল্লিতে (Delhi) ভূমিকম্প। দিশেহারা মানুষ তড়িঘড়ি ঘরের বাইরে চলে আসেন। ত্রাস তৈরী হয় মানুষের মধ্যে। সোমবার ভোর সাড়ে ৫টা নাগাদ ভূমিকম্প (Earthquake) অনুভূত হয় দিল্লিতে। কম্পন টের পাওয়া যায় দিল্লি সংলগ্ন এলাকাগুলি সহ উত্তর ভারতে। জানা গিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.০।

{link}

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, আজ ভোর ৫টা ৩৫ মিনিট নাগাদ ৪ মাত্রার ভূমিকম্প হয়। ভূমিকম্পের উৎসস্থল দিল্লির কাছেই ছিল। ভূপৃষ্ট থেকে মাত্র ৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। সেই কারণেই অনুভূতি হয় অনেক বেশি। মাত্র কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়, তবে কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। ভোরবেলাই বহু মানুষ ভয়ে-আতঙ্কে বাড়ি ছেড়ে রাস্তায় নেমে পড়েন। এখনও পর্যন্ত ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

{link}

এর আগেও একাধিকবার ভূমিকম্পে কেঁপেছে দিল্লি। সিসমিক জোন-৪ এ অবস্থিত হওয়ায়, মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্পের সম্ভাবনা থাকে দিল্লিতে। আজকের ভূমিকম্পটি মাঝারি মাত্রার ছিল। এর আগে গত ২৩ জানুয়ারিও দিল্লি-এনসিআরে ভূমিকম্প অনুভূত হয়েছিল। চিনের শিনজিয়াংয়ে ৭.২ মাত্রার ভূমিকম্পের কারণে দিল্লিতেও কম্পন অনুভূত হয়। তার আগে ১১ জানুয়ারিও আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্পের কারণে দিল্লিতেও ভূমিকম্প হয়েছিল। স্বভাবিক কারণেই উত্তর ভারতের মানুষের চিন্তায় কপালে ভাঁজ পড়েছে। প্রধানমন্ত্রী খোঁজ নিচ্ছেন।

{ads}

News Breaking News Delhi Earthquake সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article