header banner

দক্ষিন ২৪ পরগনায় উদ্বোধিত ২৮ তম বইমেলা, উদ্বোধনী করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

article banner

সুদেষ্ণা মন্ডল, বারুইপুর: আন্দোলনরত চাকরি প্রার্থীদের আদালত ও সরকারের উপর ভরসা রাখার আবেদন জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আন্দোলন প্রত্যাহার করারও আবেদন জানালেন তিনি। মঙ্গলবার বিকেলে দক্ষিন চব্বিশ পরগনা জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত ২৮ তম বইমেলার উদ্ধোধন হল আজ। উদ্ধোধন করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বারুইপুর রেল ময়দানে এই মেলার উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি শামিমা শেখ। মোট ৬০ টি স্টল এই বইমেলায় অংশ নিয়েছে। ২৬ শে ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে। এই মেলা উপলক্ষে প্রতিদিনই থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। মোটকথা এই অনুষ্ঠানকে ঘিরে এখন দক্ষিন ২৪ পরগনায় উৎসবের সুর। 

{ads}

news South 24 Paragana Book Fair West Bengal সংবাদ

Last Updated :