header banner

Bratya Basu : আন্দোলনের কারণ জানেন না শিক্ষামন্ত্রী

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : এক অদ্ভুত পরিস্থিতি তৈরী হয়েছে। গত বেশ কিছুদিন ধরে বিকাশভবনের সামনে অবস্থান বিক্ষোভ করে চলেছেন চাকরিহারা শিক্ষকরা। কিন্তু শিক্ষামন্ত্রীর দাবি, তিনি জানেন না কেন তারা আন্দোলন করছেন। আন্দোলনকারীদের দাবি সংবাদমাধ্যমের মাধ্যমে জানতে হচ্ছে বলেও দাবি করেছেন তিনি। বিকাশ ভবনের সামনে এখনও জারি রয়েছে চাকরিহারা শিক্ষকদের আন্দোলন।

{link}

ব্যারাকপুর সাংগঠনিক জেলা মিটিং তে জানালেন ব্রাত্য বসু (Bratya Basu)। সোমবার সাংবাদিক বৈঠকে আন্দোলনরত শিক্ষকদের সম্পর্কে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “যাঁরা আন্দোলন করছেন, তাঁরা কিছুই জানাচ্ছেন না। আমাকে জানতে হচ্ছে মিডিয়ার কাছ থেকে।” ব্রাত্য বসুর দাবি, আন্দোলনকারীরা যখন বিকাশ ভবনের সামনে বসেন, তখন তাঁদের কাছে জানতে চাওয়া হয়েছিল, কী দাবি তাঁদের, তাঁরা কোনও স্মারকলিপি দিতে চান কি না।

{link}

কিন্তু তাঁরা কোনও উত্তর দেননি বলেই দাবি ব্রাত্যর। শিক্ষামন্ত্রী বলেন, “মিডিয়া থেকে জানতে পেরেছি, ওরা পরীক্ষা দেবে না বলে দাবি করেছে। কিন্তু পরীক্ষা যে দিতে হবে, এটা সুপ্রিম কোর্টের নির্দেশ।” আপাতত রাজ্য় সরকারের আইনি লড়াইতে ভরসা রাখার কথা বলেছেন ব্রাত্য বসু।

{ads}

News Breaking News Bratya Basu SSC Case সংবাদ

Last Updated :