header banner

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে যথাক্রমে ৩০ ও ৩৫ শতাংশ ছাড় সিলেবাসে

তিব্রবেগে লম্ফঝম্প করতে থাকা হৃৎপিণ্ড, হাতে একটা বোর্ড আর তার সাথে রয়েছে কয়েকটা পেন আর এডমিট কার্ড। রেজিস্ট্রেশন নাম্বার অনুযাই সঠিক বেঞ্চে বসে সহপাঠিদের সাথে আলোচনা করতে করতেই ক্লাসে টিচারের প্রবেশ। হাতে প্রশ্নপত্র পাওয়ার পর নিজের সারা বছরের সঞ্চয় উজাড় করে পেন দিয়ে খাতায় ঢেলে দেওয়া। অন্য স্কুলের ক্লাসরুমে কাটানো কয়েকটা ঘন্টা। কথা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা ও পরিক্ষার্থীর। যে চিত্রটার সাথে পরিচিত এতোদিন পর্যন্ত মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক দিয়ে দেওয়া যে কোন পরিক্ষার্থী। 
করোনা পরিস্থিতিতে বদলে যাওয়া অনেক কিছুর মতো এবারে হয়ত বদল ঘটতে পারে দীর্ঘ দশক ধরে চলে আসা এই চিত্রে। বুধবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ে জানালেন, ২০২১-এর মাধ্যমিকে ও উচ্চমাধ্যমিকে যথাক্রমে ৩০ শতাংশ এবং ৩৫ শতাংশ সিলেবাস বাদ দিয়ে দেওয়া হবে। শিক্ষামন্ত্রীর এই কথায় কার্যত বিপুল পরিমানে খুশি পরিক্ষার্থীরা। যদিও এখনও কবে পরীক্ষা হবে সেই নিয়ে কোনপ্রকার তথ্য আসেনি পরিক্ষার্থীদের সামনে। রাজ্যের মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, যা পরিস্থিতি তাতে প্রতিবারের মতো ফেব্রুয়ারি মাসে পরীক্ষা নেওয়া সম্ভব হবে কিনা তা দেখে নেওয়া হবে। পরীক্ষার সময় পরে জানানো হবে শিক্ষাদপ্তর থেকে। তাই পরীক্ষা কিছুটা পিছোতে পারে বলে অনুমান রয়েছে। শিক্ষাদপ্তরের পক্ষ থেকে করোনার আবহে ২০২১ সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সিলেবাসও কাটছাঁট করা হবে। পরিক্ষার্থীদের সুবিধার্থেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী, তবে পরীক্ষার কবে হবে সেই বিষয়ে কোনরূপ মন্তব্য করেননি তিনি।  
{ads}

Education Secondary Education Higher Secondary Education 2021 West Bengal

Last Updated :