header banner

কোভিড বিধি মেনে রাজ্য ও দেশে পালিত খুশির ঈদ

article banner

আজ দেশ জুড়ে পালিত হচ্ছে খুশির ঈদ। পালিত হচ্ছে কোভিডের সমস্ত বিধি মেনে। সারা দেশের পাশাপাশি রাজ্য ও মুর্শিদাবাদ জেলায় পালিত হচ্ছে খুশির ঈদ। শুক্রবার সকাল থেকেই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় সাথে বহরমপুর গোরাবাজারের একটি মসজিদে ঈদের নামাজ পড়েন মুসলিম সম্প্রদায়ের মানুষজনেরা।

{link}
প্রথা অনুযাই গত ১ মাস ধরে রোজার উপবাস থেকে এদিন একে অপরের সাথে আলিঙ্গন করেন। আলিঙ্গনেই আদানপ্রদান হয় শুভেচ্ছাবার্তার। সেই চিরাচরিত প্রথাতেই বাধা পড়েছে এইবার। করোনা আবহের কারণে যদিও কোথাও বড় কোন জমায়েত হতে সেভাবে দেখা যায়নি। মসজিদে মসজিদে অল্প সংখ্যক লোক নিয়ে এদিন নামাজ সম্পন্ন করেন মুসলিম ভায়েরা। রাজ্যের একটি মসজিদে আজ যে চিত্র দেখা গেল তা হল, থার্মাল স্ক্যানিং করিয়ে স্যানিটাইজ করে তবে প্রবেশ করানো হচ্ছে মসজিদের ভিতরে। সেখানেও পারস্পরিক দূরত্ব মেনে তারা নামাজ পাঠ করেন। ঈদের নামাজ শেষে তারা জানান, যে আল্লার কাছে তারা দোয়া প্রার্থনা করবেন যাতে পৃথিবীর বুক থেকে করোনা ভাইরাস নির্মুল হয়। এদিন তারা নামাজ শেষে পরিবার পরিজনদের নিয়ে নানাবিধ খাবার তারা খাবেন। 

{link}

হয়ত পরিস্থিতিগত কারনে উৎসব চললেও ভাটা পড়েছে সেই উৎসবের আবহে। কিন্তু ভাটা পড়েনি ভাতৃত্ববোধে, ভাটা পড়েনি দায়িত্বে। আজ সব দিক বিবেচনা করে তারা নিজেদের চিরাচরিত বিধিতেও এনেছেন কিছু পরিবর্তন। তাদের এই প্রয়াসকে কুর্নিশ, ঈদ মোবারক …

 
{ads}

Eid Eid Mubarak Eid festival Covid-19 coronavirus covid situation in India News West Bengal India ঈদ সংবাদ ইদ উৎসব

Last Updated :