header banner

Barasat: ভূত আতঙ্কে কার্যত কাবু আট থেকে আশি

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  ২০২৪ সালে কি সত্যি মানুষকে ভূতের ভয় দেখিয়ে আটকে রাখা যাবে? কিন্তু তবুও সেই ভূতের ভয়েই বারাসাত কদম্বগাছির উলা, বয়রা, কালসারা, কাঁঠালিয়া, জাগুলি-সহ একাধিক গ্রামের মানুষ। ভয়ের উৎস সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত কয়েকটি ভিডিও। বিকেল ৫টার পর কার্যত গৃহবন্দি হয়ে পড়ছেন সাধারণ মানুষ। রাতে অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া কেউই বাড়ি থেকে বের হচ্ছেন না। ‘ভূত’ আতঙ্কে কার্যত কাবু আট থেকে আশি। বারাসত শহর লাগোয়া পঞ্চায়েত কদম্বগাছি।

{link}

কিন্তু ব্যাপার কী? এসব গ্রামগুলিতে বিঘার পর বিঘা জমি। কোথাও আম চাষ, কোথাও আবার বাঁশ বাগান। ঘন জনবসতিপূর্ণ হলেও সন্ধ্যার পরে এমনিতেই লোকে কম বের হয়। আর হয়তো সেই সুযোগটাই নিচ্ছে কোনো দুষ্কৃতীদল।সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একাধিক ভিডিও। আর সেটা এই এলাকার বলেই দাবি করছে কেউ কেউ। ভাইরাল ওই ভিডিওতে কখনও দেখা যাচ্ছে, এক শাড়ি পরিহিতা মহিলা রাতের অন্ধকারে যাতায়াত করছেন। তার পায়ে বাঁধা রয়েছে ঘুঙুর। কাঁদতে কাঁদতে পায়ে ঘুঙুরের আওয়াজ করেছে সে। {link}

এলাকার বেশ কয়েকজন যুবক রটিয়ে দেয়, এই ভিডিওটি নাকি এলাকারই। ব্যাস, মানুষের মধ্যে ভয় চেপে বসেছে। কিন্তু তাঁদের মধ্যে কেউ কেউ আবার এসব ঘটছে বলে মানতে নারাজ। তাঁরা স্রেফ গুজব বলে ধরে নিয়েছেন। এনিয়ে পশ্চিমবঙ্গ যুক্তিবাদী মঞ্চের রাজ্য সম্পাদক প্রদীপ সরকার বলেন, ”সমস্তটাই মানুষকে বিভ্রান্ত ও অন্যপথে পরিচালিত করতে এটা রটানো হচ্ছে। শুধু বারাসত বলে নয়, বনগাঁতেও এই গুজব রটেছে।" এখন দেখার মানুষের ভূতের ভয় কবে কাটে!

{ads}

news breaking news ghost Barasat district West Bengal news সংবাদ

Last Updated :