বুধবার সন্ধ্যে নাগাদ একবালপুর থানা এলাকায় ঘটে গেল শিউরে দেওয়া এক ঘটনা। স্থানীয় মানুষজনের নজরে পড়ে বস্তায় ভরা কুড়ি বছর বয়সী একজন মেয়ের দেহ। তারপর এই দেহটিকে ঘিরেই অস্থিরতা ছড়িয়ে পড়ে এলাকার মানুষের মধ্যে।
পুলিশের প্রাথমিক অনুমান, ঘটনাটি ঘটে সন্ধ্যেবেলার দিকে। তবে এখনো পর্যন্ত সেভাবে কোনো তথ্য পুলিশের হাতে আসেনি। এলাকাবাসীদের জিঞ্জাসাবাদ করে জানা যায়, মেয়েটির নাম নয়না। ঘটনাস্থলে উপস্থিত মেয়েটির বান্ধবীর বক্তব্য, সন্ধ্যেবেলা মেয়েটির ফোন আসে এবং সে বেরিয়ে যায়। তারপরে আর ফিরে আসেনি সে। মেয়েটির পরণে ছিল কালো রঙের প্যান্ট এবং চেক শার্ট। দেহ উদ্ধারের পরবর্তী পর্যায়ে দেখা যায় মহিলার নাক এবং মুখ দিয়ে রক্তক্ষরণ হয়েছে। তাই পুলিশী অনুমান, মহিলাকে সম্ভবত শ্বাসরোধ করে খুন করা হয়েছে। তবে, ঘটনার আসল কারণ বোঝা সম্ভব হবে ময়না তদন্তের পরেই।
আপাতত প্রাথমিক পর্যায়ের তদন্ত শুরু করেছে একবালপুর থানার পুলিশ। ঘটনাস্থলের আশে পাশে থাকা সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার গভীরে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। ঘটনার বর্ণনা দেখে অনুমান করা যায় সম্ভবত পারস্পরিক বোঝাপড়া না থাকার কারণে এই ঘটনা ঘটতে পারে অথবা প্রেম ঘটিত কারণে এই খুন করা হয়েছে। যদি সেই কারণও না হয়, তবে কি লোভ থেকে সৃষ্টি এই নৃশংসতার? জানা যাবে পুলিশী তদন্ত আর ময়না তদন্তের মাধ্যমে। {ads}