header banner

নির্বাচনের এ এক অন্য ছবি

article banner

পশ্চিমবঙ্গের ভোটের আবহে এবার চোখে পড়ল এক অন্যরকম ছবি। কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চে বাড়ি থেকে গৃহবধূরা বেরিয়ে এসে শাঁখ বাজিয়ে ফুল ছড়িয়ে তাদের অভ্যর্থনা জানালেন। এহেন অভিনব উদ্যোগ সচরাচর চোখে পড়ে না বঙ্গের রাস্তায়। স্থানীয় একজন গৃহবধূ রিনি দে জানান, শুধু ভোটের কথা ভেবে তারা এই পদক্ষেপ নেনেনি সেনাদের প্রতি সন্মান জানাতেই তাদের এই উদ্যোগ। মানুষ যখন ঘরে ঘুমোয় তখন তারা সীমান্তে লড়াই করে। এছাড়াও মানুষ সন্ত্রাসের কারনে ভোট দিতে যেতে ভয় পায়, যাতে তারা শান্তিতে ভোট দিতে পারে সেই দিকে লক্ষ্য রেখেই এই পদক্ষেপ নিয়েছেন বলে তারা জানিয়েছেন। 

ভোটের আবহে যখন সরগরম রাজ্য রাজনীতি এহেন মুহুর্তে কার্যত এক ছন্দের বাইরের ঘটনা এলো প্রকাশ্যে। কিছুদিন আগেই একুশের বিধানসভা নির্বাচনের সুরক্ষার খাতিরে রাজ্যে এসে উপস্থিত হয়েছে কেন্দ্রীয় সেনাবাহিনী। তাদের উপরেই দায়িত্ব সুষ্ঠভাবে রাজ্যে ভোট করানোর এবং বিধানসভা ভোটে ভোটারদের সুরক্ষার দায়িত্বও তাদের। রাজ্যের মানুষের এহেন পদক্ষেপ অবশ্যই তাদের আরও উজ্জীবিত করে তুলবে। 

   

{ads}
 

Election Assembly Election West Bengal Assembly Election 2021 Army Indian Army News Bankra West Bengal India

Last Updated :