header banner

ব্যালটে কি ছাপ্পা দিতে সুবিধা ?

article banner

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে অন্তরদ্বন্দ্ব , গোষ্ঠীদ্বন্দ্ব ও দুষ্কৃতি আক্রমনের প্রভাব বেড়েই চলেছে ।বিশেষত , বাগনানে কিংকর মাঝি খুনের পর থেকেই বাংলার রাজনৈতিক মহল আরও উত্তপ্ত হয়ে পড়েছে । বাকযুদ্ধের লড়াই চলছে ক্রমাগত , কখনো বিজেপির তরফ থেকে হেভিওয়েট নেতারা আবার কখনো তৃনমূলের তরফ থেকে । নির্বাচনের লড়াইয়ের প্রধান মাধ্যমটাই এখন বাকযুদ্ধে গাঁথা হচ্ছে।
হেস্টিংস এর বিজেপি অফিস থেকে এবার বিরোধী দলের বিরুদ্ধে বাকযুদ্ধে সব্যসাচী দত্ত। তিনি জানিয়েছেন সিঙ্গুর-নন্দীগ্রাম যেখানে থেকে তৃণমূল সরকার শুরু হয়েছিল এবং যাদের সামনে রেখে তাদের পীঠস্থান হয়েছিল, সেই রবীন্দ্রনাথ ভট্টাচার্য ও শুভেন্দু অধিকারী এখন বেসুর গাইছেন বলে মন্তব্য করেছেন সব্যসাচী দত্ত। তিনি আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের অবস্থা কোথায় যাবে তা নিয়ে বিদ্রুপ করেছেন সব্যসাচী দত্ত।

তিনি জানিয়েছেন পশ্চিমবঙ্গের বাইরে এই মুহূর্তে আর কোথায় কোথায় তৃণমূল কংগ্রেস আছে তা যথেষ্ট সন্দেহের বিষয়। তবে একসময় অবশ্যই ছিল ত্রিপুরা, অরুণাচল প্রদেশ ও উত্তর প্রদেশ ,মনিপুর বিভিন্ন জায়গায়। তবে এই মুহূর্তে অল ইন্ডিয়া তৃণমূল বলতে কিছুই বোঝা যায় না। তার কারণ অল ইন্ডিয়া হতে গেলে যেসব জিনিসের দরকার তা হয়ত তৃণমূল কংগ্রেসের নেই ।অন্যদিকে তিনি জানিয়েছেন ইভিএমের মাধ্যমে ভোট হবে এবং এতবছর তাই হয়ে এসেছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ইভিএমের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। ব্যালট হলে ছাপ্পা দিতে সুবিধা হবে কিনা তা নিয়েও তিনি বিদ্রুপ প্রকাশ করেছেন। অন্যদিকে তিনি জানিয়েছেন কৃষক এর জন্য যে কৃষি বিল আনা হয়েছে ।তা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী আন্দোলনে নামবেন। কিন্তু কোথায় নামবেন? রেড রোডে রোডে। যার দুধারে রয়েছে দোপাটি ফুল! সেখানে তিনি কৃষকদের জন্য আন্দোলন করবেন এমন বলে দিন তিনি বিদ্রুপ প্রকাশ করেছেন।{ads}
 

Election West Bengal BJP Hestings TMC Kolkata Assembly Election2021

Last Updated :