শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : কড়া নিরাপত্তার মোড়কে আজ বুধবার দিল্লিতে নির্বাচন হয়েছে। রাজধানীর ৭০ টি বিধানসভা আসনে এই নির্বাচন হচ্ছে । মঙ্গলবার রাত থেকেই একেবারে কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকাকে। বিশেষ করে স্পর্শকাতর এলাকা এবং সংশ্লিষ্ট বুথগুলির উপর বিশেষ নজর দেওয়া হয়েছে।
{link}
নির্বাচন কমিশন সূত্রে খবর, আজ ৫ ফেব্রুয়ারি দিল্লির প্রায় ১.৫৬ কোটি ভোটার ভোট দেবেন। ফলে এই নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকে শুরু হয়েছে চরম উত্তেজনা।বিজেপি ও আম আদমি পার্টির কাছে এই লড়াই খুবই গুরুত্বপূর্ণ। একাধিক দুর্নীতির অভিযোগ, জেলে যেতে হয়েছে খোদ কেজরিওয়ালকে (Arvind Kejriwal)।
{link}
এই অবস্থায় ফের একবার দিল্লির বুকে ক্ষমতা ফিরে পেতে মরিয়া আম আদম পার্টি। অন্যদিকে একটা সময় হাতে থাকা দিল্লির রাশ ফের একবার হাতে নিতে মরিয়া বিজেপি। অন্যদিকে ময়দানে জমি কামড়ে কংগ্রেসও। তবে এবার দিল্লি নির্বাচনে সবার নজর থাকবে কেজরিওয়ালের কেন্দ্রের দিকে। ভবিষ্যৎ এর উত্তর দেবে।
{ads}