header banner

দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে অবশেষে বিদ্যুৎ সংযোগের কাজ শুরু হল

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা: গ্রীষ্মের শুরুতে পারদ ঊর্ধ্বমুখী। রাজ্যের বিভিন্ন জেলায় চলছে তাপপ্রবাহ। কোথাও বিদ্যুতের অভাব কোথাও পানীয় জলের অভাব। জয়নগর বিধানসভার অন্তর্গত হরিনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচঘড়া গ্রামে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ লো ভোল্টেজ। প্রচন্ড গরমে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন গ্রামবাসীরা। ভোট বয়কটেরও ডাক দিয়েছিলেন হরিনারায়নপুরের পাঁচঘড়া গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের দাবি মেনে গ্রামে বিদ্যুৎ সংযোগের কাজ শুরু হলো। গ্রামের মধ্যে বিদ্যুতের খুঁটিতে বিদ্যুতের তার সংযোগ থেকে শুরু করে ট্রান্সফরমার বসানোর কাজও শুরু হলো।
{link}
কিছুদিন আগে ভোট বয়কটের ডাক দিয়েছিলেন হরিনারায়নপুর অঞ্চলের পাঁচঘড়ার গ্রামবাসীরা। বিষয়টি প্রশাসনের নজরে আসে। আজ থেকে বিদ্যুৎ সংযোগের কাজ শুরু হওয়ায় পাঁচঘড়া গ্রামের বাসিন্দারা স্বস্তির নিঃশ্বাস ফেলল। দীর্ঘদিনের কষ্টের শেষ হল অবশেষে। 
{ads}

south 24 parganas west bengal news সংবাদ

Last Updated :