header banner

গ্রামের রাস্তায় হেঁটে বেড়াচ্ছে হাতি, আতঙ্কে গ্রামবাসী

article banner

ভাবুন তো আপনি হয়ত একটু আগেই যে রাস্তা দিয়ে দিব্যি হাঁটতে হাঁটতে গেছেন সেই রাস্তাতেই যদি কয়েক মুহূর্ত পরে একটা আস্ত বিশালাকার হাতিকে দেখতে পান? কি হবে ভাবুন তো একবার, হ্যাঁ ঠিক এইরকমই ঘটনার সম্মুখীন হতে হচ্ছে এখন কয়েকটি গ্রামের গ্রামবাসীদের। খাদ্যের সন্ধানে দলছুট হাতি ঢুকে পড়ছে জনবসতি পূর্ন এলাকায়। একদিকে পশ্চিম মেদনীপুর অন্যদিকে বাঁকুড়া প্রায় একই ছবি এই দুই অঞ্চলের গ্রামে। পশ্চিম মেদনীপুরের ডালকাটি গ্রামে দলমার হাতির দল থেকে দলছুট একটি হাতি ঢুকে পড়ে গ্রামে। স্বাভাবিক ভাবেই আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসী। বেশ কিছুদিন ধরে দলমার হাতির দল  আশেপাশের গ্রামের ফসল খেয়ে নষ্ট করছিল। প্রতিদিন সন্ধ্যার পরে হুলা পার্টির সদস্যদের নিয়ে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে হাতি তাড়ানোর কাজ করেন বনদপ্তরের কর্মীরা। শনিবার সকালে খাবারের সন্ধানেই গ্রামে দলছুট হয়ে ঢুকে পড়ে একটি হাতি। পরে বনদপ্তর এবং গ্রামবাসীদের সহযোগীতায় হাতিটিকে জঙ্গলের ভিতরে পাঠিয়ে দেওয়া হয়।
অন্যদিকে বাঁকুড়াতেও ১ নং ব্লকের কালপাথর গ্রামে আজ হঠাৎ করে স্থানীয় ছোটগড়া জঙ্গল থেকে একটি দলছুট হাতি ঢুকে পড়ে। গ্রামবাসীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এলাকার বাসিন্দারা বনদপ্তরে খবর দেয়। পরে বনদপ্তর এসে হাতিটিকে জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এর আগে কখোন এই এলাকায় হাতি দেখা যায়নি, তাই স্বাভাবিকভাবেই চিন্তায় এলাকার মানুষজন। 
 

 

Elephant Animals Village Panic Bankura West Mednapur Forest West Bengal India

Last Updated :