header banner

দলছুট দাঁতালের কান্ড

article banner

ফের দেখা মিলল আরও এক দলছুট দাঁতালের।খাবারের খোঁজে হাতির দল বারংবার হানা দিচ্ছে জঙ্গল পার্শ্ববর্তী গ্রাম গুলোতে। এরকমই আবার বৃহস্পতিবার সকালে একটি হাতির দল বেয়োয়ে খাদ্যের সন্ধানে। তারপরই সেই দল থেকে একটি হাতি বিছিন্ন হয়ে পরে এবং এসে পৌঁছায় বাঁকুড়ার তালডাংরার হাড়মাসড়া এলাকায়।  দলছুট এই দলমার দাঁতালকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো তালডাংরার হাড়মাসড়ায়। 
বৃহস্পতিবার সকালের ঘটনা।
 বাঁকুড়ার উত্তর বনবিভাগের পাশাপাশি দক্ষিণ বনবিভাগের জঙ্গল মহলের সারেঙ্গা, রানীবাঁধ এলাকায় সারা বছরই পরিযায়ী হাতির দলের দেখা পাওয়া জায়।কিন্তু এই এলাকায় এই ঘটনা প্রথম বলেই এলাকার মানুষ জানিয়েছেন। তাদের মতে আগে কখনও এর আগে এরকম দলছুট হাতি গ্রামে প্রবেশ করেনি। তবে হাতিটি সেইভাবে কোন খতি করেনি বলেই জানিয়েছেন স্থানীয়রা।হাতিটি ক্ষুদার্থ ছিল।হাতিটি খালি ছুটছিল, এবং পরে শিলাবতী নদী পেরিয়ে খাতড়ার দিকে  চলে যায়। তবে এলাকাবাসীরা অভিযোগ করে যে হাতিটি গ্রামে ঢুকে পড়তে, স্থানীয়রা বনদপ্তরে খবর দিয়েছিলো কিন্তু কোন কর্মীদের দেখা পাননি।

    
 জঙ্গলে খাদ্যসংকটের কারণেই লোকালয়ে হাতি ঢুকে পড়ার ঘটনা ঘটছে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। যদিও হাড়মাসড়া এলাকায় এদিন এই হাতির আক্রমণে কোন ক্ষয়ক্ষতির খবর নেই। কিন্তু অতিরিক্ত দূষণ ও প্রাকৃতিক ধ্বংসের কারনেই আজ এই খাদ্য সংকট দেখা দিচ্ছে।জঙ্গলের পরিমাণও দিন দিন কমে আসছে। উন্নয়নের জন্য জঙ্গল পরিষ্কার করা হচ্ছে, যার ফলসস্বরুপ জঙ্গলে বসবাসকারী প্রাণীদের খাদ্য ও বাসস্থানের সংকট দেখা দিচ্ছে।এরপরও জদি মানুষ সচেতন না হয় তা হলে বিপদ বাড়বে বই কমবে না।

{ads} 
 

Elephant Elephant Attack Violence Jumgle Searching Food Bankura Taldangra West Bengal India

Last Updated :