নিজস্ব সংবাদদাতা, হাওড়া: গতকাল আধুনিক সঞ্চয়িতা সংগঠনের অনুষ্ঠানে হাওড়া শরৎ সদনে - বিশিষ্ট ব্যক্তিগণের মধ্যে ছিলেন- ডঃ সুজয় চক্রবর্ত্তী, পৃথ্বীরাজ সেন, মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায়, দেবাংশ দাস (৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর), বিশ্বনাথ দাস (২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর)। পশ্চিমবঙ্গ হাওড়ার ধ্রুপতি আবৃতি ও কবিতা চর্চার বর্তমান এক উজ্জ্বল জগতের নাম আধুনিক সঞ্চয়িতা। গুটি গুটি পায়ে অতিক্রম করল আরো একটি বছর, আপনাদের ভালোবাসায় ও আপনাদের যত্নে। বর্তমানে হাজারো অধিক সদস্যদের নিয়ে আমাদের পথচলা অনলাইন প্রটোকলের মাধ্যমে, এই সময় দাঁড়িয়ে আধুনিক সঞ্চিতা কেবল হাওড়া কেন্দ্রিক না, ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, নাচ গান, আঁকা, আবৃতি, লেখালেখির পাশাপাশি ফটোগ্রাফিতে ভোরে উঠেছে আমাদের নানান প্লাটফর্ম। আধুনিক সঞ্চয়িতার সকল সদস্যদের জানাই অনেক অনেক অভিনন্দন, আপনাদের দ্বারাই সৃষ্টি "আধুনিক সঞ্চয়িতা" মিলিত হতে চলেছে আপনাদেরই সাথে।
{link}
কিন্তু এখানেই থেমে নেই আধুনিক সঞ্চয়িতা, "সেবাই কর্ম আর মানবতাই ধর্ম" এই মন্ত্র নিয়ে চেতনা ফাউন্ডেশন নামে একটি এনজিও রয়েছে আমাদের। যেখানে প্রতিবছর সাধ্যমতন সকলের থেকে অর্থ সঞ্চয় করে পথশিশু এবং কিছু অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করা হয়। শুধু তাই নয় সারমেয় দের জন্যেও সাধ্য মতন বার্ষিক পরিকল্পনা অনুযায়ী খাদ্যের ব্যবস্থা করা হয়। এখানে আমরা পাশে পেয়েছি অনেক সুহৃদয় মানুষজনকে। আশা করব ভবিষ্যতে আরো অনেক মানুষের সেবায় আমরা নিজেদেরকে নিয়োজিত করতে পারব। এ ছাড়াও আধুনিক সঞ্চয়িতার নিজস্ব ফটোগ্রাফি একটি গ্রুপ আছে ও তাছাড়াও অনেক বই ও প্রকাশিত করেছি, আপনাদের সঙ্গে নিয়ে । কেবল কাজ নয়, কাজের মাঝেও মন ভালো করার জন্য রয়েছে ভ্রমণ পরিকল্পনা। সকল সদস্যদের একত্রিত করে হৈ হৈ করে ঘুরতে যাওয়া। যেমন গত বছরই যাওয়া হয়েছিল মায়াপুর ভ্রমণে।
একটি সংগঠন চালানো কখনো কারোর একার পক্ষে সম্ভব নয় তাতে চাই আরো অনেক মানুষের সহযোগিতা। এখন পালা আধুনিক সঞ্চিতার কিছু বিশেষ সদস্যদের সাথে পরিচয় করার।
যুগ্ম সভাপতি/সম্পাদক: সায়ন কুন্ডু ও অঙ্কেশ অধিকারী
সাংগঠনিক সহ-সভাপতি/সম্পাদক: নবনীতা দাস
সাধারন সম্পাদক: রিয়া অধিকারী
মুখ্য উপদ্যোষ্টা: সহদেব দোলুই, অর্ণব দত্ত, যুক্তি অধিকারী
আজ এনাদের সকলের জন্যই এবং আধুনিক সঞ্চয়িতা পেজের বাকি আরো সদস্যবৃন্দ যারা আছেন তাদের সকলের সহযোগিতায় আমরা এখানে। ভবিষ্যতে আরো অনেক অনেক কাজ, অনেক মানুষের কাছে পৌঁছানো তাদের সেবায় নিয়োজিত হওয়া এটাই আধুনিক সঞ্চয়িতার স্বপ্ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা।
{ads}