header banner

Ankush Hazra : বিনোদন দুনিয়া-খেলাধুলোয় বেটিং কাণ্ডের ঝড়

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : নিষিদ্ধ অনলাইন বেটিং অ্যাপয়ে (Betting app) গভীর সংকটে বিনোদন জগতের অনেকেই। যেখানে থেকে হোক, যেভাবে হোক টাকা রোজগারের অধিকার মানুষের থাকে না। সোমবার ইডি দফতরে অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), মঙ্গলবার ইডি দফতরে হাজিরা দেবেন অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। মঙ্গলবার দিল্লিতে ইডি সদর দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অনলাইন বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে তাঁকে তলব করা হয়েছে বলে সূত্রের খবর। উল্লেখ্য, ভারত সরকার সমস্ত রকমের বেটিং অ্যাপ নিষিদ্ধ করেছে।

{link}

এটাও ভারত সরকারের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, যাঁরা এই প্রমোশন, আর যাঁরা এই অ্যাসোসিয়েশনে যুক্ত ছিলেন, তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত হবে। বাংলার ক্ষেত্রে দেখা গিয়েছে, মিমি ও অঙ্কুশ তাঁরা প্রত্যেকেই এই অ্যাপের অ্যাড করেছিলেন। সোমবার সকাল ১১ টা থেকে মিমিকে জেরা করা হচ্ছে, অঙ্কুশকে আগামিকাল সকাল ১১টায় ডাকা হয়েছে। অঙ্কুশ ছাড়াও বলিউডের অভিনেত্রী উর্বশী রাউতেলাকে (Urvashi Rautela) তলব করা হয়েছে। ইডি স্ক্যানারে আরো কয়েকজন আছে বলে খবর। এর পাশাপাশি সুরেশ রায়না, শিখর ধাওয়ান দুই বিখ্যাত ক্রিকেটারকেও তলব করা হয়েছিল।

{link}

গত মাসেই তাঁদের বয়ান রেকর্ড করা হয়েছে। সূত্রের খবর, রায়নাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, অ্যাপের মালিকরা কীভাবে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন, অর্থ প্রদানের পদ্ধতি কী ছিল, এবং কর সংক্রান্ত দায়িত্ব পালনে তাঁর ভূমিকা কী ছিল। শিখর ধাওয়ানকেও একই মামলায় দিল্লিতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সূত্রের খবর, এই সংস্থার তরফ থেকে যাঁরা যাঁরা টাকা পেয়েছেন, কোন কোন অফিসার তাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন, এই প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় জানতে চাইছেন তদন্তকারীরা। অভিনেতা-অভিনেত্রীদের ক্ষেত্রে তদন্তকারীরা মনে করছেন,  বিতর্কিত বেটিং প্ল্যাটফর্মের সঙ্গে নির্দিষ্ট বিনিয়োগের মাধ্যমে যুক্ত থাকতে পারেন।

{ads}

 

News Breaking News Betting app ED Ankush Hazra সংবাদ

Last Updated :