header banner

Abhishek Banerjee: ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে! মন্তব্য তৃণমূল নেতার

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: যখন হুগলীর সিঙ্গুরে দেশের প্রধানমন্ত্রী উপস্থিত হয়ে রাজনৈতিক বক্তব্য শুরু করেছেন, তখন অন্যদিকে চোপড়ার বিরাট পথসভায় উপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাফ বললেন, বাংলায় সরকারের পরিবর্তন নয়, বিজেপির নেতাদের পরিবর্তন হবে। সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে বললেন, “ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে।” ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রচারে ঝাঁপিয়েছে সব দল। জেলায় জেলায় ঘুরে রণসংকল্প সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলায় বিজেপির মাটি শক্ত করতে খোদ প্রধানমন্ত্রী রাজ্যে এসেছেন। রবিবার সিঙ্গুরে একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাল ও উদ্বোধনের পাশাপাশি রাজনৈতিক সভা করেন মোদি। সেখানেই বাংলা থেকে তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দেন। বলেন, তৃণমূল চলে গেলে তবেই বাংলায় শিল্প ও কর্মসংস্থান হবে।

{link}

  চাপড়া থেকে তারই পালটা দিলেন অভিষেক। তিনি বলেন,  “আপনি ঠিক বলছেন। পালটানো দরকার। পরিবর্তন দরকার। পরিবর্তন হবে আপনাদের। যারা জয় শ্রীরাম বলে সভা শুরু করত, তাঁরা জয় মা কালী, জয় মা দূর্গা বলছে। বিজেপির জল্লাদদের কাছে বাংলা মাথা নত করবে না। কেউ পালটালে জনতা পার্টির নেতারা পালটাবে।” এদিন ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ফের সরন হন অভিষেক। তিনি বলেন, “ওনারা বাংলার মানুষকে সব কিছু কেড়ে নিয়ে শাস্তি দিতে চাইছে। আপনারা জল, মাথার ছাদ, ১০০ দিনের কাজের টাকা, ভোটাধিকার, সব কেড়ে নিতে চান। আপনি রাস্তার প্রকল্পের টাকা বন্ধ করে শিক্ষা দিতে চেয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাস্তাশ্রী প্রকল্পের ঘোষণা করেছেন। আপনি ১০ পয়সাও দেননি। কিন্তু বাংলা আটকে নেই।”

{ads}

Mamata Banerjee BJP BJP West Bengal Singur Modi Narendra Modi Abhishek সংবাদ মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বনাম তৃণমূল তৃণমূল কংগ্রেস

Last Updated :

Related Article

Latest Article